Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। সুবর্ণ সুযোগ আবার ব্যাংকে চাকরি পাওয়ার। ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS-এর মাধ্যমে এই নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল। সারা দেশের পুরুষ ও মহিলা যোগ্য প্রাথীরা আবেদন যোগ্য। আজ অর্থাত্ ২ সেপ্টেম্বর থেকে শুরু হল আবেদনপত্র পাঠানোর প্রক্রিয়া৷ আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর৷
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ১ হাজার ৫৫৮টি ক্লার্ক পদে নিয়োগ করা হবে ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন বা IBPS-এর এই নিয়োগ প্রক্রিয়ায়। শুরুতে আবেদনকারী প্রাথীদের অনলাইন প্রিলিমিনারি টেস্ট দিতে হবে। তারপর পাস করা পরীক্ষাথীরা অনলাইনে মেন পরীক্ষা দেবে।
শূন্যপদগুলি ব্যাংক অফ বরোদা, ক্যানারা ব্যাংক, ইন্ডিয়ান বিদেশী ব্যাংক, ইউসিও ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক এবং পাঞ্জাব এবং সিন্ড ব্যাংক সংস্থাগুলিতে রয়েছে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারেন।
IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-এর মাধ্যমে আবেদন করা যাবে। যোগ্যতা হল সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি বা কেন্দ্র স্বীকৃত কোনও সমতুল্য ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষায় পড়তে, লিখতে ও কথা বলতে জানতে হবে। কম্পিউটারের কাজকর্ম বা ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে অথবা স্কুল বা কলেজ বা প্রতিষ্ঠানে কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করতে হবে।
চলতি বছরের ৫, ১২ এবং ১৩ ডিসেম্বর অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে। ফল প্রকাশিত হবে ৩১শে ডিসেম্বর।
Highlights
1. ব্যাংকে কয়েক হাজার ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
2. চলতি বছরের ৫, ১২ এবং ১৩ ডিসেম্বর অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষা হবে
#Bank #JOB #Clerk #IBPS