Bangla News Dunia, Pallab : সম্প্রতি দেশের অন্যতম একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক তথা ব্যাংক অফ বরোদা এর তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে।
এখানে আবেদন জানাতে পারবে পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত ও যোগ্য চাকরি প্রার্থীরা। আমরা এই প্রতিবেদনে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে অতি সহজ সরল ভাবে মাতৃভাষায় বাংলাতে বিস্তারিত আলোচনা করেছি, যেটা এখানেই আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।
নিয়োগকারী সংস্থা | Bank of Baroda |
পদের নাম | Sales Manager, Credit Analysist Manager, Agriculture Marketing Manager |
মোট শূন্যপদ | 1267টি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | 17.01.2025 |
পদের নাম (Post Name) :
ব্যাঙ্ক অফ বরোদা এর তরফ থেকে নিয়ম করা হচ্ছে বিভিন্ন ধরনের পদে । যেমন ধরুন –
- Agriculture Marketing Officer
- Agriculture Marketing Manager
- Sales Manager
- Credit Analysist Manager ইত্যাদি।
আরও পড়ুন:– সংঘর্ষে নিহত ১২ মাওবাদী সদস্য, ফের বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
এখানে প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। তবে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতা থেকে এখানে কিছু কিছু পদে আবেদন করতে পারবে চাকরিপ্রার্থীরা। বিস্তারিত জানতে হলে একবার অফিশিয়াল নোটিফিকেশন দিয়ে দেখে নিতে পারেন।
বয়স (Age Limit) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 24 থেকে 27 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
প্রতিটি পদের ক্ষেত্রে এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন রকমের রয়েছে। আপনারা মাসিক বেতন সমান বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 1267টি শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা।
আবেদন পদ্ধতি (Application Process) :
চাকরিপ্রার্থীর অনলাইনের মাধ্যমে তাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এখানে। তার জন্য সবার আগে চলে যেতে হবে ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে আমরা এই প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। সেখানে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে।
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি যাব যে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে । পূরণ হয়ে যাওয়ার পর সেখানে যাবতীয় সমস্ত রকম প্রয়োজনীয় ডকুমেন্টস্ স্ক্যান করে আপলোড করে দিতে হবে। আপলোড হয়ে যাওয়ার পর সেখানে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে দিয়ে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
- পূর্বের কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নাম্বার
- ইমেইল আইডি
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত রয়েছে যে, এখানে আবেদনকারী প্রার্থীদের প্রথম একটি কম্পিউটার বেসড পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের সিকোমেট্রিক টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। তবে এক্ষেত্রে পরীক্ষা যদি প্রয়োজনে তুলনায় অতিরিক্ত আবেদনকারী উত্তীর্ণ হয়ে যায়, তবে সেক্ষেত্রে ব্যাংক একাধিক রাউন্ডের মাধ্যমে কিংবা ইন্টারভিউ পরীক্ষার মাধ্যমে বাছাই করে নিতে পারে যোগ্য প্রার্থীদের।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 17.01.2025 তারিখ পর্যন্ত।