Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতীয় ডাকঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ! আগ্রহী চাকরি প্রার্থীদের দ্রুত আবেদন করতে পরামর্শ দেওয়া হয়েছে। skilled artisan পদের জন্য নিয়োগ হবে বলে জানানো হয়েছে। এই সকল পদের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ ২.১১.২০২০।
মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৯টি। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।
motor vehicle mechanic পদের জন্য রয়েছে ৮টি শূন্যপদ, motor vehicle electrician পদের জন্য রয়েছে ৪টি শূন্যপদ, blacksmith পদের জন্য রয়েছে ২টি শূন্যপদ, tyreman পদের জন্য রয়েছে ২টি শূন্যপদ। painter পদের জন্য রয়েছে ১টি শূন্যপদ, upholsterer পদের জন্য রয়েছে ১টি শূন্যপদ ও carpenter and joiner পদের জন্য রয়েছে ১টি শূন্যপদ।
আরো পড়ুন :- ৮০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল ! বিস্তারিত পড়ুন
এই পদের জন্য প্রার্থীদের নিদিষ্ট শাখার জন্য সার্টিফিকেট থাকতে হবে। এছাড়া ১ বছরের কম পক্ষে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। motor vehicle mechanic পদের জন্য আবেদন করতে চাইলে চাকরি প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বিশদ জানতে ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে লগ ইন করুন।
প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে বাছাই করা হবে। বাকি বিষয় ও পরীক্ষার সময় এবং তারিখ পরে জানানো হবে। প্রার্থীদের আবেদনপত্র the senior manager mail motor services 139 beleghata road kolkata 700015 এই ঠিকানাতে পাঠাতে হবে। অবশ্যই আবেদন করবেন ২ .১১.২০২০ তারিখের আগে।
Highlights
1. ভারতীয় ডাকঘরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ !
2. অবশ্যই আবেদন করবেন ২ .১১.২০২০ তারিখের আগে
#India Post #JOB