ভারতীয় বায়ুসেনাতে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতীয় বায়ুসেনাতে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। জীবনে চ্যালেঞ্জ নিতে চাইলে এখুনি যোগ দিন র‍্যালিতে। বায়ুসেনাতে  Airmen in group x except education instructor trade পদে নিয়োগের জন্য প্রকাশ করেছে বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা যাতে এই রিক্রুটমেন্ট র‍্যালিতে দ্রুত যোগ দেন সেই বিষয়ে জানানো হয়েছে।

এই নিয়োগের র‍্যালি চলবে ২৩.৯.২০২০ থেকে ৪.১০.২০২০। এই পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের ইন্টারমিডিয়েট বা ১০+২ করতে হবে কমপক্ষে পাস হবে। যোগ্যতা অনুসারে বিষয় হিসেবে অঙ্ক , ফিজিক্স এবং ইংরাজি রাখতে হবে এবং ৫০ শতাংশ নম্বর রাখতে হবে।

government jobs

কমপক্ষে ৫০ শতাংশ নম্বর রাখতে হবে। ইংরাজিতেও কমপক্ষে ৫০ শতাংশ নম্বর রাখতে হবে। প্রার্থীদের জন্ম ১৭.১.২০০০ থেকে ৩১.১২.২০০৩ এর মধ্যে হতে হবে। এই নিয়োগের ক্ষেত্রে শুধু মাত্র অবিবাহিত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এটাই জানা গেছে । বাছাই করা প্রার্থীদের joint basic phase training এর জন্য পাঠানো হবে। প্রথম ট্রেনিংয়ের পর যোগ্য প্রার্থীদের ট্রেড ট্রেনিং এর জন্য পাঠানো হবে। সেই ট্রেনিং চলাকালীন মাসে ১৪,৬০০ টাকা করে সকলকে স্টাইপেড দেওয়া হবে। তবে সকল প্রার্থীদের শারীরিক পরীক্ষাতে পাস করতে হবে।

বিস্তারিত জানার জন্য www.airmenselection.cdac.in গিয়ে পুরো বিজ্ঞপ্তি পড়ুন। সকল যোগ্য প্রার্থীদের প্রথমে শারীরিক ক্ষমতা সেটা পাস করলে লিখিত পরীক্ষা সর্ব শেষে মেডিক্যাল পরীক্ষারমাধ্যমে বাছাই করা হবে। সকল তথ্য  জানতে ওয়েবসাইট ফলো করুন। সকল প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। র‍্যালি হবে police training college angul । র‍্যালিতে প্রয়োজনীয় কাগজ নিয়ে যেতে হবে।

Highlights

1. ভারতীয় বায়ুসেনাতে একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 

2. www.airmenselection.cdac.in গিয়ে পুরো বিজ্ঞপ্তি পড়ুন

#IAF #Recruitment #JOB #Army

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন