ভারতীয় রেলে আপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভারতীয় রেলে আপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। উত্তরপূর্ব সীমান্ত রেলে সাড়ে ৪ হাজার আপ্রেন্টিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো। এই বিষয়ে যোগ্য প্রাথীরা অনলাইনে আবেনদন করতে পারেন।

বিভিন্ন ইউনিট অনুযায়ী শূন্যপদ — আলিপুরদুয়ার ৪৯৩ টি , কাটিহার ও টিডিস ওয়ার্কশপ ৯৭০ টি , রঙ্গিয়া ৪৩৫ টি , লামডিং এন্ড এসএন্ডটি / ওয়ার্কশপ ১৩০২ টি , তিনসুকিয়া ৪৮৪ টি , নিউ বঙাইগাও ওয়ার্কশপ এন্ড ডাবলু এস / বিএন জি এন ৫৩৯ , ডিব্রুগর ওয়ার্কশপ ২৭৬ টি ।

ট্রেনিং-র সময়সীমা ও স্টাইপেড — নিয়ম অনুযায়ী এক্ষেত্রে ১ বছরের ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন আপ্রেন্টিস এক্ট অনুযায়ী স্টাইপেড দেয়া হবে।

job

যোগ্যতা — ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা তার সমতুল কোনো বোর্ডের পরীক্ষা পাস হতে হবে। এছাড়া সংশ্লিট ট্রেডে আইটিআই কোর্স পাস সার্টিফিকেট পাস থাকতে হবে।

বয়সসীমা —- ১লা জানুয়ারী ২০২০ তারিখের হিসাবে প্রাথীর বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যেই। তবে তপসিলি জাতি বা উপজাতিরা বয়সে বিশেষ ছাড় পাবেন।

আবেদনের ফি —- সাধারণ প্রাথীদের জন্য আবেদনের ফি ১০০ টাকা। তপসিলি জাতি বা উপজাতি , মহিলা , প্রতিবন্ধীরা ফি তে ছাড় পাবেন। অনলাইনে ফি জমা দিতে হবে ( ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে )।

অফিসিয়াল ওয়েবসাইট —- https://nfr.indianrailways.gov.in/ এই অফিসিয়াল ওয়েবসাইট যেখাবে গিয়ে প্রাথীরা আবেদন করতে পারবেন।

আবেদনের তারিখ —- আগামি ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত যোগ্য প্রাথীরা অনলাইন আবেদন করতে পারবেন।

Highlights

1. ভারতীয় রেলে আপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

2. আগামি ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত যোগ্য প্রাথীরা অনলাইন আবেদন করতে পারবেন

#RAIL #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন