Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ভোটের আগে ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। বাংলার বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল শূন্যপদ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই পদগুলিতে ইচ্ছাকৃত নিয়োগ করছে না বলে চাকরি প্রাথী ও বিরোধীদের অভিযোগ বহুদিনের। করোনা পরিস্থিতিতে যখন রাজ্যের আমজনতা সংকটের মুখে তখনই রাজ্যে ৩৩ হাজার পদ নিয়োগের কথা জানাল রাজ্য সরকার।
গ্রুপ বি, সি ও ডি প্রার্থীদের নিয়োগ হবে। অর্থদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে হবে এই নিয়োগ। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। কোন দপ্তরে কত নিয়োগ তা এখনো জানা না গেলেও পদ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। সবচেয়ে বেশী নিয়োগ হতে চলেছে গ্রুপ সি-র বিভিন্ন পদে । যেখানে শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৭২৩ জন। বি গ্রুপে নিয়োগ হবে ৯ হাজার ১২৭ জনের। এছাড়া গ্রুপ ডি তে নিয়োগ হতে চলেছে ৬ হাজার ৭৮০ জনের।
পাশাপাশি জানিয়ে রাখি, ২০১৩ থেকে রাজ্যে গ্রুপ সি ও ডি নিয়োগ করত স্টাফ সার্ভিস কমিশন। পরে তা ভেঙে দিয়ে পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়। ২০১৭ সালে অর্থ দপ্তর জানিয়েছে, এই দ্বায়িত্ব পেয়েছে পাবলিক সার্ভিস কমিশন। ভোটের আগে সবার মন জয়ের চেষ্টা করবে সরকার। তাই করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই লকডাউন উঠলে ধীরে ধীরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে। এছাড়াও রাজ্য পুলিশের নানা পদে শীঘ্রই নিয়োগ হতে চলেছে।
——————————————————————–
আপনি কি আপনার জন্য কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান ?
তবে আজই এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।
এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি যে কোনো ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করে থাকে।
আপনার কাছে যদি এমন কোনো ব্যাক্তি থাকে যিনি ওয়েবসাইট তৈরি করাবেন বা ডিজিটাল মার্কেটিং করাবেন , তাকে আপনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি সাথে যোগাযোগ করাতে পারেন।
আপনার দেওয়া ওই কাস্টমার , এই সংস্থার থেকে যত টাকার সেবা নেবেন তার ৩৫ শতাংশ আপনি পাবেন ওই সংস্থার তরফ থেকে।
অথাৎ ওই ব্যাক্তি যদি ১০ হাজার টাকার সেবা নেন ওই সংস্থার থেকে তবে আপনি ৩৫০০ টাকা পেয়ে যাবেন ওই সংস্থার থেকে আপনার ব্যাঙ্কে।
তবে এবার ঘরে বসেই অর্থ উপার্জন শুরু করুন।
এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing )
ই-মেইল :- [email protected]
যোগাযোগ :- 8967491470
ওয়েবসাইট :- avilodm.co
Highlights
1. ভোটের আগে ৩৩ হাজার শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার
2. রাজ্য পুলিশের নানা পদে শীঘ্রই নিয়োগ হতে চলেছে
#Govt #JOB