মাধ্যমিক পাশে ব্লক অফিসে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia,  Pallab : সম্প্রতি জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারো একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ওয়ার্ডেন, নাইট গার্ড এবং সুইপার পদে কর্মী নিয়োগ করা হবে, জলপাইগুড়ি জেলার মেটেলি হাই স্কুলে।

এখানে আবেদন করার জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীকে জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার যারা এখানে আবেদন করতে ইচ্ছুক, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লক এ তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, তার সমস্ত রকম তথ্য অতি সহজ-সরল ভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেটা এখানে আবেদনের ক্ষেত্রেই আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে।

পোস্ট তারিখ 12.12.2024
পদের নাম (Post Name) ওয়ার্ডেন, নাইটগার্ড এবং সুইপার
শিক্ষাগত যোগ্যতা নীচে উল্লেখিত
আবেদন পদ্ধতি ইন্টারভিউ
ইন্টারভিউ এর তারিখ 13.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) : আজকে আমরা যে চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি, সেখানে কর্মী নিয়োগ করবে জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লক অফিস।

পদের নাম (Post Name) :

চাকরিপ্রার্থীদের এখানে নিয়োগ করা হবে মোট 3 ধরনের পদে। সেগুলি হল –

1.ওয়ার্ডেন (মহিলা)

2.নাইটগার্ড এবং (মহিলা)

3.সুইপার পদে (মহিলা/পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পদ অনুসারে ভিন্ন ভিন্ন যোগ্যতা রয়েছে। সেগুলি হল –

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
ওয়ার্ডেন স্নাতক পাস
নাইটগার্ড এবং সুইপার মাধ্যমিক পাস

বয়স (Age Criteria) :

ওপরে উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। কিন্তু এ সমস্ত সংরক্ষিত শ্রেণী (SC, ST & OBC) র চাকরিপ্রার্থীরা রয়েছেন, তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

মাসিক বেতন (Monthly Salary) :

ওপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে যারা নিযুক্ত হবেন, তাদেরকে প্রতি মাসে 5000, 3000 এবং 1500 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 1টি করে 3টি পদে নিয়ম করা হচ্ছে এখানে চাকরি প্রার্থীদের।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আলাদাভাবে কোন রকম আবেদনের প্রয়োজন নেই। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে তাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। কিন্তু অফিসের বিজ্ঞপ্তিতে যে আবেদন ফরমটি দেওয়া রয়েছে, সেটিকে পূরণ করে প্রয়োজনীয় নথির জেরক্স কপি সহযোগে ইন্টারভিউয়ের দিন নিয়ে যেতে হবে সাথে করে।

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর প্রয়োজন হবে –

  1. আবেদনকারীর আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের মার্কশিট, অ্যাডমিট এবং পাস সার্টিফিকেট
  4. বাসিন্দা সার্টিফিকেট
  5. পাসপোর্ট সাইজের ছবি
  6. মোবাইল নম্বর ইত্যাদি ।

Read More: বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল নিয়োগ

ইন্টারভিউ স্থান (Interview Place) :

ইন্টারভিউ নেওয়া হবে নিচে উল্লেখিত ঠিকানায় –

সমষ্টি উন্নয়ন আধিকারিক,
মাটি আলী সমষ্টি উন্নয়ন করুন,
চালসা, জলপাইগুড়ি

ইন্টারভিউ এর তারিখ (Interview Date) : চাকরিপ্রার্থীদের এখানে ইন্টারভিউ নেয়া হবে আগামী 13.01.2025 তারিখে ।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন