Bangla News Dunia, Pallab : ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS নিয়োগের দুর্দান্ত একটি চাকরির বিজ্ঞপ্তি। যেখানেই আবেদন জানাতে পারবে দেশের সমস্ত রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থীরা। আপনারা এই প্রতিবেদনে ইন্ডিয়ান পোস্টের তরফ থেকে যে MTS নিয়োগের চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, তার সমস্ত কিছু বিস্তারিত তথ্য উল্লেখিত রয়েছে। যেটা আপনাদের এখানে আবেদনের ক্ষেত্রে যথোপ্রযুক্ত সহায়তা করবে। চলুন তাহলে সম্পূর্ণ বিষয়টা এবার দেখে নিন –
GDS MTS Recruitment 2025 Job Overview
নিয়োগকারী সংস্থা | India Post |
পদের নাম | মাল্টি টাস্কিং স্টাফ |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | 28.01.2025 |
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) : আমরা এই প্রতিবেদনে যে চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা, প্রকাশিত হয়েছে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
পদের নাম (Post Name) : ভারতীয় ডাক বিভাগে তরফ থেকে নিয়োগ করা হচ্ছে মাল্টি টাস্কিং স্টাফ তথা MTS পদে।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification) :
এই পদে আবেদন করতে হলে চাকরিদের শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে। এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের কম্পিউটারের যথেষ্ট জ্ঞান থাকতে হবে এবং স্থানীয় ভাষায় কথা বলা ও বোঝার দক্ষতা থাকতে হবে।
বয়সসীমা (Age Criteria) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীদের আবেদন জানাবেন তাদের বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পাবে।
মাসিক বেতন (Monthly Salary) :
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই MTS পদে নিযুক্ত হবে, তাদেরকে প্রতি মাসে 15,000 টাকা থেকে 29,380 তাক পর্যন্ত বেতন দেওয়া।
আবেদন পদ্ধতি (Application Process) :
এই MTS পোদে আবেদন করতে হলে চাকরি পাড়াতে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে সবার আগে। আপনাদের সুবিধার্থে এই প্রতিবেদনের নিচে আমরা অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। সেখানে গিয়ে চাকরিপ্রার্থীদের নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে সবার আগে।
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যত উপযুক্ত তথ্য সহকারে পূরণ করে নিতে হবে। পূরণ হয়ে গেলে যাবতীয় সমাপ্ত ডকুমেন্ট সেখানে স্ক্যান করে আপলোড করে। আপলোড হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করেছে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না। সরাসরি তাদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীকালে সেই মেধা তালিকা অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে ।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি বাড়াতেদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস থাকতে হবে –
- আধার কার্ড
- মাধ্যমিক অ্যাডমিট
- মাধ্যমিক মার্কশিট
- পাসপোর্ট সাইজের ছবি
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- জন্ম সার্টিফিকেট
- মোবাইল নম্বর
- ইমেইল আইডি ইত্যাদি।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে আগামী 28.01.2025 তারিখ পর্যন্ত।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025