Bangla News Dunia, Pallab : রাজ্যের বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি তথা পৌরসভার তরফ থেকে প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্ত। যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় Health Worker পদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের। এখানে আবেদন জানাতে পারবে বাঁকুড়া জেলার যেকোনো জায়গা থেকে যোগ্য চাকরিপ্রার্থীরা। আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি, যেটা এখানে আবেদন করতে আপনাদের সাহায্য করবে সমস্ত রকম ভাবে।
নিয়োগকারী সংস্থা | বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি |
পোস্ট তারিখ | 09.01.2025 |
পদের নাম | Health Worker |
আবেদন পদ্ধতি | অফলাইন |
আবেদনের শেষ তারিখ | 31.01.2025 |
পদের নাম (Post Name) :
বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে Honorary Health Worker (HHW) পদে।
আরও পড়ুন:– হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম
শিক্ষাগত যোগ্যতা :
ওপরে উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে। উচ্চ শিক্ষিতারা অবশ্যই অগ্রাধিকার পাবে।
বয়সসীমা (Age Criteria) :
এই পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে।
মাসিক বেতন (Monthly Salary) :
এই হেলথ ওয়ার্কার পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে 5250 টাকা বেতন দেওয়া হবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে মোট 2টি পদে হেলথ ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে।
আবেদন পদ্ধতি (Application Process) :
এখানে ইচ্ছপ প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন করার জন্য সবার আগে অ্যাপ্লিকেশন ফর্মটিকে প্রিন্ট করে নিতে হবে। যার লিংক আমরা আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের নিচে দিয়ে রেখেছি। তারপর সেই ফর্মটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। পূরণ হয়ে যাওয়ার পর সেই ফর্ম এবং তার সঙ্গে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টস কে সেল্ফ অ্যাটেস্টেড করে একটি খামি করে নিচে উল্লেখ্য কে তৈরি করে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
প্রয়োজনীয় নথি (Required Documents) :
এখানে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্ট এর প্রয়োজন হবে । সেগুলি হলো –
- আধার কার্ড
- ভোটার কার্ড
- জাতি শংসাপত্র (যদি থাকে)
- প্যান কার্ড
- রেশন কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- মাধ্যমিকের মার্কশিট
- ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজের ছবি
- মোবাইল নম্বর ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি তাদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপারে সটলিস্টেড করা হবে। তারপর ওই সমস্ত আবেদনকারীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :
এখানে চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে আগামী 31.01.2025 তারিখ পর্যন্ত।