Bangla News Dunia, Pallab : সামনে বিধানসভা ভোট, তাই রাজ্য সরকার প্রশাসনিক কাজকর্ম সঠিকভাবে পরিচালনার জন্য একাধিক বিভাগে কর্মী নিয়োগ শুরু করেছেন। সেই মোতাবেক রাজ্যের মিনিসিপাল কর্পোরেশন গুলিতে একে একে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। কিছুদিন আগেই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এবার ফের অন্য মিউনিসিপাল কর্পোরেশনেও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংশ্লিষ্ট মিউনিসিপাল কর্পোরেশন দপ্তরে SAE পদে কর্মী নিয়োগ করা হবে।
নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদের নাম, মোট পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, প্রার্থী বাছাই প্রক্রিয়া, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হলো।
আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও
পদের নাম এবং মোট শূন্য পদ:
সংশ্লিষ্ট মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের নাম হলো SAE। সর্বমোট শূন্য পদ রয়েছে একাধিক।
বয়স সীমা:
মিউনিসিপাল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
সংশ্লিষ্ট মিউনিসিপাল কর্পোরেশনের তরফে SAE (সিভিল) পদে, আবেদনকারী চাকরিপ্রার্থীদের বেসিক পে অনুযায়ী ১৬,৫০০ টাকা মাসিক বেতন প্রদান করা হবে। এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে দেওয়া অন্যান্য সুযোগ-সুবিধাও এখানে প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:
অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। প্রতিবেদনের নিচে আবেদনপত্র ডাউনলোডের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন পত্রটি ডাউনলোড করতে পারবেন। আবেদনপত্র ডাউনলোড হয়ে গেলে সেটিকে a4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে। এবার আবেদন পত্রের উল্লেখিত আবেদনকার নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র গুলো প্রদান করতে হবে। আবেদন পত্র পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র:
সংশ্লিষ্ট মিউনিসিপাল কর্পোরেশন কর্মী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র প্রয়োজন রয়েছে।
- আবেদনকারীর বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
- আবেদনকারীর আইডেন্টি প্রুফ হিসাবে পাসপোর্ট/ভোটার আইডি কার্ড/আধার কার্ড/রেশন কার্ড, ইত্যাদি।
- প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কসিট এবং সার্টিফিকেট।
- আবেদনকারীর সাম্প্রতিক তোলা রঙিন ফটোকপি।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
উক্ত পদে আগ্রহী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদন কারীদের উক্ত কাজের সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখতে পারেন।
আবেদন শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা আগামী ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025