রাজ্যের চাকরি প্রাথীদের জন্য সুখবর ! শীঘ্রই হবে বড়সড় নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্যের চাকরি প্রাথীদের জন্য সুখবর ! করোনা পরিস্থিতির মধ্যে বিভিন্ন দপ্তরে শূন্যপদে নিয়োগ নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা ঘোষিত। সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগ হবে। এ মাসের মধ্যেই এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের অর্থমন্ত্রক জানিয়ে দেবে এই নিয়োগের কথা। রাজ্যের বিভিন্ন দফতরে গ্রুপ-বি, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি-র  প্রায় ৩৩ হাজার শূন্যপদে পদে নিয়োগ করা হবে। যা ২০২১-র বিধানসভা ভোটার আগে বেশির ভাগ শেষ করতে চাইছে রাজ্য সরকার।

job

প্রসঙ্গত তবে কোন কোন দফতরে এই নিয়োগ হবে তা এখনো স্পষ্ট হয়নি। তবে শীঘ্রই সবিস্তারে তা জানানো হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। রাজ্য সরকারের প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সবথেকে বেশি শূন্যপদে নিয়োগ করা হবে গ্রুপ-সি পদের কর্মী। সেখানে মোট ১৭,৭২৩ পদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। তা ছাড়া গ্রুপ বি পদে প্রায় ৯,১২৭ শূন্যপদে এূবং গ্রুপ-ডি এর শূন্যপদে পদে ৬,৭৮০ জনকে নিয়োগ করা হবে। বিশেষভাবে শারীরিক ক্ষমতা সম্পন্নদের জন্যও বেশ কিছু সংরক্ষিত আসন থাকছে। উলেখ্য এর সাথে রয়েছে পুলিশের বিভিন্ন দফতরে নিয়োগ। যার মধ্যে কিছু চলছে আগামীদিনে বিধানসভা ভোটার আগেও আরো কিছু নিয়োগে হবে বলে জানা গেছে।

বর্তমানে রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। রাজ্য সরকার ২০১৭ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে গ্রুপ সি ও ডি পদে নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনকে দায়িত্ব অর্পণ করেছিল। নতুন আইন পাশের পর রদ করা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনকে। তাই কিভাবে নিয়োগ হবে সেটাও তাড়াতাড়ি স্পষ্ট হয়ে যাবে। চলতি মাসেই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হবে।

Highlights

1. রাজ্যের চাকরি প্রাথীদের জন্য সুখবর !

2. চলতি মাসেই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ হবে

#JOB #Bengal

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন