রাজ্যে খাদ্য বিভাগে ২৩ জেলা থেকে কর্মী নিয়োগ, দেখে নিন যোগ্যতা ও অন্যান্য বিস্তারিত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গে আসন্ন ২০২৬ বিধানসভা ভোট, এই ভোটকে কেন্দ্র করে ২০২৫ সালে চাকরি প্রার্থীদের জন্য চাকরি পাওয়ার এক দুর্দান্ত সুযোগ রয়েছে। নতুন বছর শুরু হতে না হতেই একে একে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। কিছুদিন আগে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্কশিপ এবং মিসলেনিয়ার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, খুব শীঘ্রই যার আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবার পাবলিক সার্ভিস কমিশনের তরফে আরেকটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে।

WB Govt Food Processing Officer Recruitment

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে খাদ্য দপ্তরে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। কিছুদিন আগেই মাধ্যমিক পাস যোগ্যতায় খাদ্য দপ্তরে ফুড সাব ইন্সপেক্টর পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল, সেই নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ হতে না হতেই আবার খাদ্য দপ্তরের তরফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। খুব শীঘ্রই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আরও পড়ুন:– 147টি ট্রেনের টাইম টেবিলে বদল আনছে পূর্ব রেল ! দেখে নিন নয়া টাইম টেবিল

পদের নাম:

রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে খাদ্য দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় শূন্য পদের নাম হল ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদ।

বয়স সীমা:

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।

আবেদন যোগ্যতা:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানানো হয়নি। খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের ওয়েব সাইটে নোটিফিকেশন প্রকাশিত করা হবে। তখন আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরিপ্রার্থীকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সাহায্য নিতে হবে। ওয়েবসাইটে প্রবেশ করে একটি বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। ‌ চাকরি প্রার্থীরা যদি পূর্বে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে থাকেন তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করেই আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলাকালীন চাকরি প্রার্থীর যাবতীয় তথ্য প্রদান করতে হবে।

বিষয় বিস্তারিত
পদের নাম ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার
বয়স সীমা প্রাপ্তবয়স্ক, সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের ছাড় রয়েছে
আবেদন যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা
শিক্ষাগত যোগ্যতা বিস্তারিত নোটিফিকেশনে প্রকাশিত হবে
আবেদন পদ্ধতি অনলাইনে, পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে
নিয়োগ প্রক্রিয়া লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে আবশ্যিক নথিপত্র গুলি হল- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, জন্ম প্রমান পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট, সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীদের জাতিগত সংশয় পত্র, আবেদনকারীর রঙিন পাসপোর্ট সাইজের ফটো প্রভৃতি।

নিয়োগ প্রক্রিয়া:

বেতন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছার ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এই লিখিত পরীক্ষায় সাধারণত বিজ্ঞান, গণিত, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলার থেকে প্রশ্নপত্র করা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিপ্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদন তারিখ:

ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই আবেদন প্রক্রিয়ায় শুরু হতে চলেছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন।

আরও পড়ুন:–  কলকাতায় উদ্ধার ক্যান্সার-সহ বিভিন্ন রোগের ‘ভেজাল ওষুধ’, ধৃত ১, শোরগোল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন