Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যের পুনরায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে রাজ্যের জেলার L & LR ডিপার্টমেন্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে একাধিক শূন্য পদে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। মাসিক বেতন সহ এছাড়াও সরকারি চাকরির ক্ষেত্রে যেসব সুযোগ- সুবিধা প্রদান করা হয় সেই সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকলে প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।
নিম্নে সংশ্লিষ্ট জেলার L & LR ডিপার্টমেন্ট কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, মাসিক বেতন, বয়স সীমা, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, ইন্টারভিউয়ের তারিখ প্রভৃতি উল্লেখ করা হলো।
আরও পড়ুন:– লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক
পদের নাম:
সংশ্লিষ্ট জেলার L & LR ডিপার্টমেন্ট কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্য পদের সংখ্যা:
সংশ্লিষ্ট জেলায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ২৫ টি। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে। সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে।
বয়স সীমা:
চাকরি প্রার্থীদের আবেদন আবেদনের জন্য ৩১ আগস্ট ২০২৪ অনুযায়ী বয়স হতে হবে সর্বোচ্চ ৬০ থেকে ৬৪ বছরের মধ্যে।
মাসিক বেতন:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ১০,০০০ টাকা। এছাড়াও সরকারি চাকরি ক্ষেত্রে যে সব সুযোগ সুবিধা রয়েছে এখানেও তা প্রদান করা হবে।
আবেদন যোগ্যতা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনের L & LR & RR & R ডিপার্টমেন্ট রিটায়ার কর্মী হতে হবে।
আবেদন পদ্ধতি:
অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারীকে আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলি যথা – আবেদনকারীর পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথীপত্র, কাজের পূর্ব অভিজ্ঞতার নথিপত্র সমেত রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে ইন্টারভিউ দিন সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছাতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাঁছাই ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আবেদনকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে বাছাই করা হবে। তাই খুব দ্রুত যাদের সরকারি চাকরির প্রয়োজন রয়েছে তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে চাকরি পেতে পারেন।
ইন্টারভিউ ঠিকানা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের জন্য আগামী ০৭ জানুয়ারি ২০২৫ দুপুর ১২ টা থেকে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে। ইন্টারভিউ ঠিকানা চেম্বার অব অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (LR), পূর্ব মেদিনীপুর। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা বিজ্ঞপ্তির অফিসিয়াল নোটিফিকেশন সঠিকভাবে যাচাই-বাছাই করে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করুন।