রাজ্যে নবোদয় বিদ্যালয়ে সমিতিতে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্যে নবোদয় বিদ্যালয়ে সমিতিতে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলো। প্রায় ৪৫৪ টির বেশি পদে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারেন। যোগ্য প্রার্থীদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে অনুরোধ জানানো হয়েছে। এই সকল পদের জন্য আবেদনের শেষ তারিখ ১১.৯.২০২০। প্রাথীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর।

পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য রয়েছে ৯৮ টি শূন্যপদ। বিষয় ভিত্তিক শূন্যপদ হল হিন্দির জন্য ১৬ টি, ইংলিশ এর জন্য ৬ টি, অঙ্কের জন্য ১০ টি, বায়োলজির জন্য ১৭ টি , কেমিস্ট্রির জন্য ১৪ টি ফিজিক্সের জন্য ১৪ টি ইকোনমিক্সের জন্য ৩ টি ভূগোলের জন্য ৬ টি ইতিহাসের জন্য ১০ টি এবং আই টি-র জন্য ২ টি পদ রয়েছে।

job

বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের ৫০ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাস করতে হবে। যোগ্য প্রার্থীদের ২৭,৫০০ টাকা বেতন হিসেবে দেওয়া হবে। এছাড়া trained graduate teacher এর জন্য রয়েছে ২৮৩ টি শূন্যপদ। এক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। প্রার্থীদের ২৬,২৫০ টাকা মসিক হিসেবে বেতন দেওয়া হবে।

এছাড়া আরও বেশ কিছু বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের http://navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে পাঠাতে হবে।

Highlights

1. রাজ্যে নবোদয় বিদ্যালয়ে সমিতিতে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 

2. প্রার্থীদের http://navodaya.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে

#JOB #নবোদয় #বিদ্যালয় #Teacher

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন