Bangla News Dunia, Pallab : রাজ্যের বেকার চাকরী প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর। রাজ্যে উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে। দেশ তথা রাজ্যের একজন স্থায়ী নাগরিক হলেই পুরুষ মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই একজন প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনি যদি একজন বেকার চাকরী প্রার্থী হয়ে থাকেন এবং এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে তাহলে এই প্রতিবেদনের শেষ পর্যন্ত মনযোগ সহকারে পড়ুন। নীচে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে খুঁটিনাটি তথ্য যেমন ধরুন কোন শূন্যপদে নিয়োগ করা হবে? কোন তার জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? কত বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে? কিভাবে আবেদন করতে হবে? কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে? কতদিনের মধ্যে আবেদন করতে হবে? এইসব বিষয়ে আলোচনা করা হল।
শূন্যপদের নাম:-
পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে যে শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার নাম হল গ্ৰাম কাছাহারি সচিব। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের প্রতিটি গ্ৰাম পঞ্চায়েতে গ্ৰাম কাছাহারি সচিব নিয়োগ করা হবে।
আরও পড়ুন:– রহস্যের জট খুলতে কাশ্মীরের গ্রামে এবার কেন্দ্রীয় দল, জানতে বিস্তারিত পড়ুন
শূন্যপদের সংখ্যা:-
পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের প্রতিটি গ্ৰামের পঞ্চায়েত অফিস গুলিতে সব মিলিয়ে মোট ১৫৮৩ টি শূন্যপদে গ্ৰাম কাছাহারি সচিব নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে।
নির্ধারিত বয়সসীমা:-
এখানে চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের মধ্যে পুরুষ প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৭ বছরের মধ্যে। অন্যদিকে মহিলা প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:-
পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের অধীনে গ্ৰাম কাছাহারি সচিব পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও বাকি যে সমস্ত যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বেতন কাঠামো:-
এখানে সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োজিত কর্মীদের প্রতি মাসে পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে। এছাড়াও বাকি সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি:-
এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য সবার আগে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে প্রত্যেক আবেদনকারীকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেই ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে যাবতীয় সব প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
আবেদনের সময়সীমা:-
পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত সংশ্লিষ্ট শূন্যপদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১৬/০১/২০২৫ থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ২৯/০১/২০২৫ পর্যন্ত। আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা এই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করে ফেলুন নয়তো সময়সীমা পেরিয়ে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বন্ধ হয়ে যাবে।