Bangla News Dunia ,Pallab : পশ্চিমবঙ্গের চাকরির প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। বেকার যুবক যুবতীদের জন্য একগুচ্ছ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এক্ষেত্রে শুধু একটি দপ্তরে নয় বিভিন্ন দপ্তরে অফিসার থেকে স্টাফ ও ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের যে কোনো জেলা থেকে বেকার যুবক-যুবতীরা এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে পারবেন। এক্ষেত্রে বিভিন্ন অফিসার সহ ক্লার্ক ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আসুন তাহলে আজকে সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মী নিয়োগের পরীক্ষা নিয়ে থাকে। ২০২৩ সালের মতো ২০২৪ সালের শেষে একগুচ্ছ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিভিল সার্ভিস থেকে শুরু করে ক্লার কিংবা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রভৃতি বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করে থাকে। ইতিমধ্যে এই কয়েকটি নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন।
আরো পড়ুন:– ভারতীয় অর্থনীতি, ব্যবসা, শিল্পোদ্যোগের জন্য কেমন ছিল 2024 ? বিস্তারিত জানুন
প্রথমে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল সেটি হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি। প্রতিবছরের ন্যায় এই বছরও পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। যেকোনো শাখায় গ্র্যাজুয়েট পাশ করে থাকলেই প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন এবং বেশ কয়েকটি ধাপে প্রার্থীদের নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন প্রান্ত থেকেই আবেদন করা যাবে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কত বছর শেষবার মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রতিবছরের ন্যায় এ বছরও আবারও নতুন করে মিসলেনিয়াস পরীক্ষার বিজ্ঞপ্তি ও জারি করা হয়েছে। এক্ষেত্রেও পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীর আবেদন জানাতে পারবেন। ছেলে-মেয়ে সকলের জন্য আবেদন করার সুযোগ দেওয়া হবে।
সব থেকে বেশি শূন্য পদে নিয়োগ করা হয়ে থাকে ক্লার্কশিপ পরীক্ষায়। গত ২০২৩ সালে ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং সেই পরীক্ষা অনুষ্ঠিত হয় গত মাসে। এবার ফের নতুন করে ২০২৪ সালে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মাধ্যমিক বা যোগ্যতাই গত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ২৩ জেলা থেকে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এবং বেশ কয়েকটি ধাপ অবলম্বন করে প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকবে।
এছাড়া পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারসহ, ফিসারি ডিপার্টমেন্ট ও অন্যান্য বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রতিবছরই দিয়ে থাকে। তবে এখনো পর্যন্ত পূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়নি। অতি শীঘ্রই পূর্ণ বিজ্ঞপ্তি জারি হলে প্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার ফলো করবেন।