রাজ্যে মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, পৌরসভায় চাকরির সুযোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ সুসংবাদ। কেননা এবার মাধ্যমিক পাশে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে রাজ্যের জেলার পৌরসভার অফিসের অধীনে। যে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন জানাতে আগ্রহী হবেন এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থাকবে তারা নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত জানতে শেষ পর্যন্ত পড়বেন। নিচে এই নিয়োগ সম্পর্কে ধাপে ধাপে সবিস্তারে আলোচনা করা হচ্ছে।

শূন্য পদের নাম : এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে এক্ষেত্রে স্বাস্থ্যকর্মী (HHW) পদে নিয়োগ করা হবে।

আরও পড়ুন:– দেশে ন্যায়তন্ত্র থাকলে সবার আগে মোদি-যোগীকে শাস্তি দেওয়া হত, কেন এই কথা বললেন পুরীর শঙ্করাচার্য ?

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন জানাতে চাই সে সমস্ত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে কমপক্ষে মাধ্যমিক পাস কিংবা তার সমতুল্য যোগ্যতার অধিকারী থাকতে হবে এছাড়া উচ্চ যোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন তবে মাধ্যমিক বা যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। পাশাপাশি সামাজিক সেবা প্রদান কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন।

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরা বিভিন্ন সংরক্ষিত জাতীয় অর্থাৎ এস সি, এস টি কিংবা ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করবেন তাদের অন্যতম বয়স থাকতে হবে ২২ বছর এবং সর্বাধিক বয়স ৪০ বছর থাকতে হবে এছাড়াও সাধারণরা নূন্যতম ৩০ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন।

Post Category Details
Post Name  Honorary Health Worker (HHW)
Educational Qualification Minimum Madhyamik Pass (10th) or equivalent. Preference for social service experience.
Age Limit – Reserved Categories (SC/ST/OBC): 22–40 years – General: 30–40 years
Application Mode Offline
Selection Process Based on Madhyamik marks and an interview.
Application Deadline 31st January 2025

এবার আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে :

যে সমস্ত প্রার্থীরা এই নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তাদের অফলাইন মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে –

  • অফলাইন মাধ্যমে আবেদন পত্র পেতে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে
  • এরপর প্রার্থীকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে এবং a4 পেজে প্রিন্টার বের করে নিতে হবে
  • এরপর ওই আবেদন পত্রটি জরুরি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে
  • আবেদন পত্রের যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে
  • আবেদন পত্রের সঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তা জমা করতে হবে
  • সবশেষে আবেদন পত্রটি একবার যাচাই করে নিয়ে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ :

এক্ষেত্রে বেশ কিছু ডকুমেন্টস প্রয়োজন রয়েছে যেমন

  1. প্রার্থীর বয়সের প্রমাণপত্র
  2. বাসিন্দা প্রমান হিসেবে আধার কার্ড কিংবা ভোটার কার্ড
  3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
  4. জাতিগত সংশায় পত্র যদি থাকে
  5. অভিজ্ঞতা যদি থাকে
  6. অন্যান্য জরুরি ডকুমেন্টস

রাজ্যে SC,ST ও OBC দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, ২৩ জেলা থেকে আবেদন করুন – WB Government Job Recruitment

নিয়োগ পদ্ধতি  :

যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে সফলভাবে আবেদন করবেন সে সমস্ত প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন করার তারিখ সমূহ : অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ অবধি।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন