রাজ্যে শুধু মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ! পৌরসভায় চাকরির সুযোগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : এবার পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন করে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের  মিউনিসিপ্যালিটি অফিস কর্তৃক। সেই মিউনিসিপালিটি অফিসের অধীনে চাকরির এই দারুন সুযোগও দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ রয়েছে এবং অন্যান্য যোগ্যতা পূরণ করবে সে সমস্ত চাকরি প্রার্থীরা এক্ষেত্রে অবিলম্বে আবেদন জানাতে পারেন। আবেদন করার পূর্বে নিচে শেষ পর্যন্ত পড়বেন – নিচে ধাপে ধাপে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

সর্বপ্রথম এর শূন্য পদ ও তার সম্পর্কে আলোচনা করা যাক : 

এক্ষেত্রে পৌরসভা কর্তৃক যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, সাম্মানিক হেলথ ওয়ার্কার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

আরও পড়ুন:– চিনকে চাপে ফেলে ইন্দোনেশিয়ার সঙ্গে সখ্য বাড়ানোর পথে ভারত! জানুন বিস্তারিত

শিক্ষাগত যোগ্যতা : যে সমস্ত প্রার্থীর আবেদন জানাতে চাই সেই সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করার সুযোগ দেওয়া হবে।

বয়স সীমা : যে সমস্ত প্রার্থীরা এক্ষেত্রে আবেদন জানাতে চায় তাদের মধ্যে যারা সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তাদের ন্যূনতম ২২ বছর এবং সর্বাধিক ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ দেওয়া হবে। এছাড়াও অন্যান্যরা সর্বনিম্ন ৩০ বছর বয়স থেকে আবেদন করতে পারবেন।

নিয়োগের ধরন ও স্থান : বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ করা হবে এবং ওই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে সংশ্লিষ্ট পৌরসভার অধীনে।

এবার আলোচনা করা যাক আবেদন পদ্ধতির সম্পর্কে :

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে পারবেন –

  • অফলাইন আবেদন পত্র পেতে সংশ্লিষ্ট পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন
  • এরপর ওই অফিসিয়াল নোটিশের শেষে দেওয়া আবেদনপত্রটির A4 পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে
  • প্রিন্ট আউট বের করার পর আবেদন পত্রটি নির্ভূল ভাবে পূরণ করতে হবে এবং যথাযথ তথ্য পূরণ করতে হবে
  • এরপর আবেদন পত্রের সঙ্গে পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ডকুমেন্ট সমূহের কপি দিয়ে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ : 

আবেদন করার সময় বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে –

  • বয়সের প্রমাণপত্র বা মাধ্যমিক এডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় ডকুমেন্ট
  • জাতিগত সংরক্ষণ সার্টিফিকেট (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি
  • আধার কিংবা ভোটার কার্ড পরিচয় পত্র হিসাবে
  • এছাড়াও অন্যান্য প্রয়োজনে ডকুমেন্টস যা পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
বিষয় বিস্তারিত তথ্য
পদের নাম সাম্মানিক হেলথ ওয়ার্কার
যোগ্যতা মাধ্যমিক পাস
বয়স সীমা সংরক্ষিত: ২২-৪০ বছর, অন্যান্য: ৩০-৪০ বছর
নিয়োগের ধরন চুক্তিভিত্তিক
নিয়োগ স্থান সংশ্লিষ্ট পৌরসভা
আবেদনের পদ্ধতি অফলাইনে আবেদনপত্র জমা
শেষ তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫
বিশেষ শর্ত মহিলা প্রার্থী, পৌরসভার বাসিন্দা

নিয়োগ পদ্ধতি : 

এক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষার উপর ভিত্তি করে নিয়োগ করা হয় তাই মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে প্রার্থীদের মেরিট লিস্ট তৈরি করা হবে এবং পরবর্তীতে অন্যান্য পদ্ধতি অবলম্বন করে যাচাই করে প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়

আবেদন করার তারিখ :এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করা যাবে ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। আবেদনপত্র জমা করতে পারবেন সরাসরি সংশ্লিষ্ট পৌরসভায় গিয়ে।

  • এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই ওই পৌরসভার অধীনে বাসিন্দা হতে হবে
  • আবেদনকারীদের অবশ্যই মহিলা এবং বিবাহিত কিংবা বিবাহ বিচ্ছেদ অথবা বিধবা হতে হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন