রাজ্যে ২০০০ বনসহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্যে ২০০০ বনসহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এই নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী। প্রতি মাসে বেতন হবে ১০,০০০ টাকা।  শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস। বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত। তপসিলি জাতি  উপজাতিদের ৫ বছরের বয়সে ছাড়। আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী যে যার জেলা থেকে আবেদন করতে পারবে।

আবেনদন পদ্ধতি —-

১. আবেনদনকারীকে http://www.westbengalforest.gov.in/ সাইটে গিয়ে এপ্লিকেশন ফ্রমটি ডাউনলোড করতে হবে।

২. ফ্রমটি পূরণ পর এর সাথে বয়স , ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার প্রমানেই জেরক্স কপি দিতে হবে । ফর্মে একটি ফটো মারতে হবে।

৩.  প্রমান পত্র হিসাবে আধার কার্ড , ভোটার আই কার্ড , ব্যার্থ সার্টিফিকেট , মার্ক সীটের জেরক্স কপি দিতে হবে ।

৪. আবেদন পত্রের সাথে সকল সংযুক্তি পত্র যুক্ত করার পর মুখবদ্ধ খামে  সেটিকে সাধারণ ডাকে পাঠাতে হবে বা জেলার মুখ বনপালের অফিসের বক্সে ফেলে আসতে হবে। কোনো স্পিড ডাক বা রেজিস্ট্রি ডাক ব্যবহার করা যাবে না।

৫. মুখ বনপালের অফিসের ঠিকানা জেলা ভিত্তিক http://www.westbengalforest.gov.in/ সাইটের নোটিশে যাবেন।

৬.  আবেদন পত্রের সাথে সকল সংযুক্তি পত্র সেলফ এটাস্টেড করতে হবে।

৭. সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিষয় উপরিউক্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করলে তাতে পেয়ে যাবেন।

৮. ৩০সে জুলাই থেকে ৭ টি কর্ম দিবসের মধ্যে আবেদন করতে হবে।

————————————————————————–

আপনি কি আপনার জন্য কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান ?

তবে আজই এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing ) সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।

এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি যে কোনো ব্যবসার জন্য খুবই কম খরচে ওয়েবসাইট তৈরি ও ডিজিটাল মার্কেটিং করে থাকে।

আপনার কাছে যদি এমন কোনো ব্যাক্তি থাকে যিনি ওয়েবসাইট তৈরি করাবেন বা ডিজিটাল মার্কেটিং করাবেন , তাকে আপনি এভিলো ডিজিটাল মার্কেটিং সংস্থাটি সাথে যোগাযোগ করতে পারেন।

আপনার দেওয়া ওই কাস্টমার , এই সংস্থার থেকে যত টাকার সেবা নেবেন তার ৩৫ শতাংশ আপনি পাবেন ওই সংস্থার তরফ থেকে।

অথাৎ ওই ব্যাক্তি যদি ১০ হাজার টাকার সেবা নেন ওই সংস্থার থেকে তবে আপনি ৩৫০০ টাকা পেয়ে যাবেন ওই সংস্থার থেকে আপনার ব্যাঙ্কে।

তবে এবার ঘরে বসেই অর্থ উপার্জন শুরু করুন।

এভিলো ডিজিটাল মার্কেটিং ( Avilo Digital Marketing )

ই-মেইল :- [email protected]

যোগাযোগ :- 8967491470

ওয়েবসাইট :- avilodm.co

Highlights

1. রাজ্যে ২০০০ বনসহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ 

2. এই নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী

#JOB #State

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন