Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্যে ২৫৭৭ ট্রাফিক পুলিশে নিয়োগ। রাস্তায় ট্রাফিক ব্যবস্থা মজবুত ভাবে গড়ে তুলতে জেলায় জেলায় ট্রাফিক পুলিশ নিয়োগের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। প্রথম দফায় নিয়োগ হবে ২৫৭৭ জন। ২০২১ এর বিধানসভা ভোটের আগেই এই নিয়োগ শেষ করতে চাইছে সরকার। তবে করোনা পরিস্থিতি ও লকডাউনের জন্য বিজ্ঞপ্তি বেরোতে দেরি হচ্ছে। তবে সূত্র মারফত জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
সিদ্ধান্ত হয়েছে এই দফায় ১৭০০ কনস্টবল , ১৭৭ ড্রাইভার , ৪৪০ এএসআই , ১৭০ এসআই , ১২ ডিএসপি ও ৩ অতিরিক্ত পুলিশ সুপার পদ তৈরী করা হয়েছে। এই নিয়োগের পরিচালনা সম্পূর্ণ করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কিছু কিছু ক্ষেত্রে সিভিক দের বিশেষ অগ্রাধিকার দেয়া হবে বলে জানা গেছে।
বয়স — প্রতি ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৭ বছর। তবে তফসিলি জাতি ও উপজাতিদের ক্ষেত্রে বিশেষ ছাড়।
শিক্ষাগত যোগ্যতা —
১. এসআই – গ্রাডুয়েশন পাস।
২. কনস্টবল – মাধ্যমিক পাস।
৩. ড্রাইভার – অষ্টম শ্রেণী।
৪. এএসআই – এটি উচ্চমাধ্যমিক ও টেকনিক্যেল কিছু ক্ষেত্রে অগ্রাধিকার।
কলকাতা ও অন্যান্য জেলায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি সফল করতে রাজ্য সরকার চাইছে ট্রাফিক ব্যবস্থা মজবুত ভাবে গড়ে তুলতে।
এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং আমরা তা জানিয়ে দেব।
Highlights
1. রাজ্যে ২৫৭৭ ট্রাফিক পুলিশে নিয়োগ
2. এই নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এবং আমরা তা জানিয়ে দেব
#WBP #Trafic