রাজ্য কৃষি দপ্তরে কেরানি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে আবেদন করুন !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর, রাজ্যের পুনরায় কৃষি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যে সকল চাকরি প্রার্থীরা কৃষি দফতরে চাকরির আশায় বসে ছিলেন, তাদের সেই আশা পূর্ণ হতে চলেছে। নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় তরফে , যেখানে জানানো হয়েছে একাধিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় সকলে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে।

নিম্নে রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদনের যোগ্যতা, মাসিক বেতন, প্রার্থী বাছাই প্রক্রিয়া, প্রয়োজনীয় নথিপত্র, আবেদন প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি আলোচনা করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা প্রতিবেদনটি বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আরও পড়ুন:– গ্রামীণ এলাকায় দারিদ্রতার হার নেমেছে ৫ শতাংশের নীচে, এসবিআই-এর রিপোর্ট আর কি কি জানাচ্ছে ?

• পদের নাম :

কৃষি বিশ্ববিদ্যালয় তরফে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করা হবে।

  • কেরানি স্টাফ পদ।
  •  টেকনিশিয়ান পদ।
  •  পরিচর্যাকারী পদ।

• মোট শূন্য পদের সংখ্যা :

রাজ্য কৃষি বিশ্ববিদ্যালয়ে কেরানি স্টাফ, টেকনিশিয়ান, পরিচর্যাকারী প্রভৃতি পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা ১৩ টি।

• বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ১ লা জানুয়ারি ২০২৫ অনুযায়ী বয়স হতে হবে ১৮ বছর উর্ধ্বে। এছাড়াও সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছার পাবেন।

  • কেরানি স্টাফ পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং কমপক্ষে ছয় মাসের কম্পিউটার অপারেটরের দক্ষতা থাকতে হবে।
  • টেকনিশিয়ান পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রেফ্রিজারেশন/এসি রক্ষণাবেক্ষণের কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
  • পরিচর্যাকারী পদে আবেদনকারী চাকরি প্রার্থীদের মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া প্রার্থীকে ক্ষেত্র/ল্যাবরেটরি (WB UBKV Recruitment 2025) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• মাসিক বেতন :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের ন্যূনতম মাসিক বেতন ১১,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১৪,০০০ টাকা পর্যন্ত রয়েছে। এছাড়াও চাকরির ক্ষেত্রে অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

• আবেদন পদ্ধতি :

অফলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য চাকরিপ্রার্থীদের সর্বপ্রথম এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করতে হবে। আবেদনপত্র ডাউনলোড হলে তার সঙ্গে প্রয়োজন নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদন পত্র ডাউনলোড এর লিংক নিচে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।

• নিয়োগ প্রক্রিয়া :

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে লিখিত পরীক্ষা/ অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ ব্যবস্থা করা হয়েছে। এই প্রক্রিয়া যারা এগিয়ে থাকবেন তাদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।

• প্রয়োজনীয় ডকুমেন্ট :

  1.  প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  2.  আইডেন্ট প্রুফ হিসেবে ভোটার কার্ড অথবা আধার কার্ড।
  3. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
  4. আবেদনকারীর জাতিগত সংস্থাপত্র।
  5. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো।
  6. আবেদনকারীর পূর্বে কাজের অভিজ্ঞতার শংসাপত্র।

• আবেদনের তারিখ :

গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, এই আবেদন প্রক্রিয়ার চলবে আগামী ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত। তাই আগ্রহী চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিফিকেশন বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আরও পড়ুন:– রেজিস্ট্রি করে বিক্রি হয়ে গেল খোদ সরকারি জমি ! মালদার ঘটনায় তোলপাড়

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন