রাজ্য পরিবহন দপ্তরে বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ! আবেদন করে ফেলুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : আসন্ন বিধানসভা নির্বাচনে, এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার জনগনের মন জয়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। শিক্ষক দূর্নীতি মামলার জেরে সরকারের একাধিক মন্ত্রী জেলে রয়েছেন। তাই সরকার তাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই একাধিক সরকারি দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। কিছুদিন আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের নোটিফিকেশন জারি হয়েছিল, এবার পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হলো। ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তরের এই প্রস্তাবে অর্থ দপ্তর অনুমোদন দিয়েছে। এখানে প্রায় ৯০০ টি শূন্য পদ রয়েছে। জানা যাচ্ছে যাত্রীদের সুবিধার জন্য রাজ্যে আরো ২০০টি নতুন সিএনজি বাস চালু করা হবে।

পরিবহন দপ্তর নতুন বাস পরিষেবা বাড়ানোর জন্য নতুন করে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থী আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন – কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? মোট শূন্য পদের সংখ্যা কত রয়েছে? শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি। আগ্রহী ব্যক্তিরা প্রতিবেদন বিস্তারিত দেখে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।

আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন

পদের নাম:

রাজ্য পরিবহন দপ্তরের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দুটি পদে কর্মী নিয়োগ করা হবে। নিম্নে পদের নাম গুলো উল্লেখ করা হলো।

  • বাস চালক পদ।
  • বাস কন্ডাক্টর পদ।

মোট শূন্য পদের সংখ্যা

রাজ্য পরিবহন দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট শূন্য পদের সংখ্যা ৯০০ টি। তার মধ্যে ৪৫০ জন বাস চালক পদ এবং ৪৫০ জন কন্ডাক্টর পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা:

পরিবহন দপ্তরের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে। ১৮ বছরের ঊর্ধ্বে সকল যোগ্য প্রার্থীর আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

আবেদন যোগ্যতা:

রাজ্য পরিবহন দপ্তরের বাস চালক পদ এবং বাস কন্ডাক্টর পদে আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। তবে নিম্নলিখিত যোগ্যতার গুলি থাকলে চাকরি প্রার্থীরা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

  1. আবেদন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. পরিচয় পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড থাকা বাধ্যতামূলক।
  3. এছাড়াও প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর বিশেষ দক্ষতা থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরি প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্র আবশ্যিক।

  • পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড।
  • জন্ম প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেট।
  • গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স।
  •  সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার।

আবেদন পদ্ধতি:

রাজ্য পরিবহন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। আবেদন প্রক্রিয়ার সর্বপ্রথম রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। ‌ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরবর্তী আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। যদিও আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, শীঘ্রই আবেদন প্রক্রিয়ায় শুরু হতে চলেছে।

আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন