Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্য পুলিশে বিভিন্ন শূন্যপদে বড়সড় নিয়োগের ঘোষণা ! নবান্ন থেকে এবার ঘোষণা করা হলো যে প্রশাসনের কাজ নিখুঁত ভাবে চালাতে ও ভবিষ্যতের কথা ভেবে পশ্চিমবঙ্গ পুলিশের নানা শূন্যপদে প্রচুর নিয়োগ করা হবে। সম্প্রতি করোনা মহামারীর সময় নানা কারণে অনেক অতিরিক্ত পুলিশের দরকার হচ্ছে রাজ্য সরকারের। করোনা মহামারীর থাবায় মারা গেছেন অনেক পুলিশ কর্মী। মঙ্গলবার নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন , আগামী তিন বছরে পশ্চিমবঙ্গের ২৪ হাজার জন কনস্টেবল এবং ২৪০০ জন সাব ইন্সপেক্টর শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার।
নবান্নে পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির ছিলেন। এছাড়াও সেখানে স্বরাষ্ট্র সচিব ,মুখ্যসচিব ,কলকাতার পুলিশ কমিশনার , রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠান থেকে ঘোষণা করা হয় যে আগামী দিনে ধাপে ধাপে পশ্চিমবঙ্গ পুলিশে বহু পদে কর্মী নিয়োগ করা হবে। এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকটি থানার নতুন ভবন, পুলিশ ক্যান্টিন, পুলিশ ব্যারাকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন ব্যানার্জী জানান যে, গত ৯ বছরে পশ্চিমবঙ্গে নানা পদে ১,৭৬,০০০ জন পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে সরকারের তরফ থেকে। আগামী দিনে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করার প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। ২০২১-র বিধানসভা ভোটকে মাথায় রেখেই ভোটের আগেই খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি হবে রাজ্য ও কলকাতা পুলিশের নানা পদে নিয়োগের।
Highlights
1. রাজ্য পুলিশে বিভিন্ন শূন্যপদে বড়সড় নিয়োগের ঘোষণা !
2. ভোটের আগেই খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি জারি হবে রাজ্য ও কলকাতা পুলিশের নানা পদে নিয়োগের
#JOB #KP #WBP #Excise