রাজ্য সরকারের কয়েক হাজার শূন্যপদে নিয়োগ শীঘ্রই !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- রাজ্য সরকারের কয়েক হাজার শূন্যপদে নিয়োগ শীঘ্রই ! রাজ্য বিভিন্ন সমবায় ব্যাংকে  ৬ হাজার নিয়োগ শুরু হয়ে গিয়েছে। ৭৫ টি শাখায় হবে এই নিয়োগ হবে আগামী দিনে। এছাড়াও  খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাংকের ২,৬৩১টি বৈধ আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ সিএসপি গড়ে তোলা হচ্ছে তাতেও সাড়ে ৫ হাজারের বেশি নিয়োগ শুরু হবে। রাজ্য সরকার সমবায়  ক্ষেত্রকে  আরো বাড়াতে চাইছে।

job

ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন প্রায় ১০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থাৎ সমবায় ব্যাংকে ক্লার্ক ও স্টাফ পদে নিয়োগ হবে ৮০ টি শূন্য পদে। আগামী বছরের মধ্যেই বা বিধানসভ ভোটের আগে ধীরে ধীরে এই ৬০০০ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে।

সমবায়ে ৬ হাজার কর্মী ছাড়াও সিএসপি তে নিয়োগ হবে সাড়ে ৫ হাজার কর্মী। রাজ্য জুড়ে ইতিমধ্যেই বৈধ আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ অনেকটাই এগিয়েছে। ২ হাজার ৬০০ এর বেশি বৈধ প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৫ হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে। সমবায় ব্যাংকে নানা পদের নিয়োগ শীঘ্রই শুরু হবে। ৭৫ টি ব্যাংকে শূন্যপদে নিয়োগ ছাড়াও রাজ্য জুড়ে নানা সি এস পি গুলিতে আরো বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে।

আরো পড়ুন :-  ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষণা শ্রম মন্ত্রকের

গ্রামাঞ্চলে অর্থ সামাজিক ব্যাবস্থাকে ঢেলে সাজাতে এই পদক্ষেপ। তাই চাকরি প্রথি বেকারদের জন্য সুখবর।

Highlights

1. রাজ্য সরকারের কয়েক হাজার শূন্যপদে নিয়োগ শীঘ্রই !

2. তাই চাকরি প্রথি বেকারদের জন্য সুখবর।

#Job #Govt

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন