লকডাউনের বাজারে চাকরি পেতে কীভাবে তৈরি হবেন ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- লকডাউনের বাজারে চাকরি পেতে কীভাবে তৈরি হবেন ? করোনা আবহে থমকে রয়েছে ওটা দুনিয়া। টানা লকডাউনে চাকরি হারাচ্ছেন বহু মানুষ। চাকরি হারানোর ভয়ে কাঁপছেন অনেকে। অনেকেরই আবার বেতনের বেশ কিছু শতাংশ কেটে নেওয়া হচ্ছে। চরম মন্দার মুখোমুখি হচ্ছেন বহু মানুষ। পরিস্থিতি যাই হোক না কেন , কোনো ভাবেই হাল ছেড়ে দিলে তো হবে না। জীবনের দিকে তাকাতেই হবে। নতুন করে শুরু করতে হবে। তাই খুঁজতে হবে নতুন চাকরিও।

যে কোনও পরিস্থিতিতেই ইন্টারভিউ পাস করে চাকরি পাওয়াটা খুব সহজ নয়। ঘোর মন্দার বাজারে তো চাকরি পাওয়াটা আরও কঠিন। তাই ইন্টারভিউয়ের জন্য আলাদা প্রস্তুতির প্রয়োজন।

কঠিন পরিস্থিতে কি ভাবে নিজেকে তৈরি করবেন–

১. যে চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, তার সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে আগেই। আপনার যোগ্যতা অনুযায়ী কাজ কিনা, তাও যাচাই করে নিন।

২. কোম্পানির সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিন। প্রয়োজন হলে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করতে পারেন। তাদের প্রশ্ন করতে লজ্জাবোধ করবেন না।

job

৩. পোশাকের বিষয়ে সচেতন হতে হবে। ইন্টারভিউ দিতে গেলে যে পরিচ্ছন্ন পোশাক, মার্জিত সাজগোজ প্রয়োজন তা মেনে চলুন করুন।

৪. আপনার কাজের দরকার রয়েছে বলেই আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন। আপনার কাজের দরকার রয়েছে বলেই আপনি ইন্টারভিউ দিতে গিয়েছেন।

৫. কাজের প্রতি আপনার আপনার উৎসাহ রয়েছে, সেটা বুঝিয়ে দিন। কিন্তু অতি-উৎসাহ যেকোনো পরিস্থিতিতেই নেগেটিভ মার্কিং করে।

৬. নিজের দক্ষতা এবং দুর্বলতা সম্পর্কে সত্যি কথা বলুন। মিথ্যে বললে তা ধরা পড়বেই।

৭. নিজের অভিজ্ঞতা সম্পর্কে বেশি বাড়িয়ে কোনও তথ্য দেবেন না।

৮. আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করবেন , তার হাল-হকিকত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি।

মনে রাখবেন মন থেকে শক্ত হলে সব কঠিন কাজ করা যায়।

Highlights

1. লকডাউনের বাজারে চাকরি পেতে কীভাবে তৈরি হবেন ?

2. মনে রাখবেন মন থেকে শক্ত হলে সব কঠিন কাজ করা যায়

#লকডাউন #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন