Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শীঘ্রই বেরোবে প্রাথমিক শিক্ষক নিয়োগের TET বিজ্ঞপ্তি। করোনা আবহে রাজ্য সরকার খুব শীঘ্রই নিয়োগ করবে প্রাথমিক শিক্ষক। অবশেষে নানা রকম জটিলতা কাটিয়ে উঠে এবার হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। দ্রুত প্রকাশিত হবে সেই মর্মে নয়া বিজ্ঞপ্তি। পুজোর আগেই সেই বিজ্ঞপ্তি বার করা হতে পারে বলে স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর।
প্রসঙ্গত ২০১৫ সালে রাজ্যে শেষবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। পরের বছর সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল। কিন্তু তারপর থেকে সেই নিয়োগ একাধিক মামলায় জর্জরিত ছিল। সেবার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও পরে ছিল অসংখ্য শূন্যপদ ছিল। সেইমতো ২০১৭ সালে আবারও প্রকাশিত হয় টেটের বিজ্ঞপ্তি। কয়েক লাখ আবেদন জমা পড়লেও শেষপর্যন্ত পরীক্ষা হয়নি। অবশেষে করোনা আবহে ২০২১র বিধানসভা ভোটের আগে গতি পেতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
সূত্রের খবর, শূন্যপদের সংখ্যাটা ১৫,০০০-এরও বেশি। এত সংখ্যক পদ ফাঁকা থাকায় দ্রুত নিয়োগ গুরুত্বপূর্ণ। সেইমতো সমস্ত আইনি জটিলতা কাটিয়ে শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার। এছাড়া দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে ফলে অসংখ্য শূন্যপদ তৈরি হয়েছে। সঙ্গে কয়েকটি এলাকায় নয়া স্কুলের জন্য নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে। সেখানেও লাগবে শিক্ষক।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, ২০১৭ সালে যে প্রার্থীরা আবেদন করেছিলেন তাঁদের আর নতুন করে কোনো আবেদন করতে হবে না। নতুন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের নিয়ম মেনেই নিয়োগ করা হবে।
Highlights
1. শীঘ্রই বেরোবে প্রাথমিক শিক্ষক নিয়োগের TET বিজ্ঞপ্তি
2. ২০১৭ সালে যে প্রার্থীরা আবেদন করেছিলেন তাঁদের আর নতুন করে কোনো আবেদন করতে হবে না
#TET #NCTE