শীঘ্রই ১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হতে চলেছে !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শীঘ্রই ১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হতে চলেছে ! ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের কৃষি বিভাগে নিয়োগ হতে চলেছে।  নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, রাজ্যে সরকারের কৃষি প্রযুক্তি সহায়ক পদে প্রায় ১২০০ আসন ফাঁকা হয়েছে।  সেই সকল পদে আগে যারা ছিলেন তাদের প্রায় সকলের পদোন্নতি হওয়ার জন্য শূন্য পদের সৃষ্টি হয়েছে। সেই সকল ভোটার আগেই নিয়োগ হবে।

job

আসন্ন আগামী বছরের শুরুতেই চাকরি প্রাথীদের আবেদন করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন। যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল পাস ছেলে ও মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে। এছাড়াও গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরাও এই পদের জন্য আবেদন করতে পারবে।

এই পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও তফশিলি জাতি ও উপজাতির ছেলেমেয়েরা বয়সে ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন।

আরো পড়ুন :- ছাত্রদের জন্য ইনকামের কিছু সহজ উপায় ! বিস্তারিত পড়ুন

এই পদে আবেদনের করার জন্য বাংলা ভাষায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। কৃষি প্রযুক্তি সহায়ক রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। দুটি পার্টে লিখিত পরীক্ষা হবে। প্রথমে ১২০ নম্বরের প্রথম পার্টের পরীক্ষা হবে ইংরেজি, অ্যারিথমেটিক ও জেনারেল স্টাডিজ বিষয়ে। দ্বিতীয় পার্টে ৩০ নম্বরের পরীক্ষা হবে ইংরেজি বিষয়ে। তারপর ইন্টারভিউ।

তাই সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ। তৈরী হন সকলে।

Highlights

1. শীঘ্রই ১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হতে চলেছে !

2. তাই সরকারি চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুযোগ

#PSC #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন