স্নাতক পাস যোগ্যতায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী নিয়োগ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

govt jobs

Bangla News Dunia, Pallab : পূর্ব মেদিনীপুর জেলার ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছে ন্যূনতম স্নাতক পাস যোগ্যতায় কমিউনিটি রিসোর্স পারসন পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে পূর্ব মেদিনীপুর জেলার যে কোনো যোগ্য চাকরি প্রার্থী।

আমরা এই প্রতিবেদনে উল্লেখিত নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্য অতি সহজ সরলভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করবে। চলুন তাহলে সমস্ত বিষয়টা দেখে নেওয়া যাক –

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

পোস্ট তারিখ 09.01.2025
পদের নাম কমিউনিটি রিসোর্স পার্সন
শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস
আবেদন পদ্ধতি অফলাইন
আবেদনের শেষ তারিখ 24.01.2025

নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) : আমরা আজকে এই প্রতিবেদনে আলোচনা করেছি পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটি নিয়ে।

পদের নাম (Post Name) : খেজুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে কমিউনিটি রিসোর্স পার্সন পদে।

Full details

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

চাকরিপ্রার্থীদের এই পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এছাড়াও প্রায় থেকে গণিত এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা ও কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে 25 থেকে 45 বছরের মধ্যে 01.01.2025 তারিখের হিসেবে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, সুতরাং সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে।

মাসিক বেতন (Monthly Salary) :

এই পদে নিযুক্ত প্রার্থীদের বেতন কত দেওয়া হবে, সেটা সমন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক উল্লেখ নেই।

মোট শূন্যপদ (Total Vacancy) :

মোট 5টি পদে কমিউনিটি রিসোর্স পার্সন নিয়োগ করছে খেজুরিয়া ব্লক ডেভেলপমেন্ট অফিস।

আবেদন পদ্ধতি (Application Process) :

এখানে চাকরিপ্রার্থীদের আবেদন জানাতে হবে অফলাইনের মাধ্যমে । তার জন্য সরাসরি চলে যেতে হবে চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের নিচে আমরা অফিসিয়াল নোটিস এবং ওয়েবসাইটের লিংক দিয়ে রেখেছি। নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিতে। প্রিন্ট হয়ে যাওয়ার পর সেটিকে যাবতীয় সমস্ত তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে। তারপর সেটিকে এবং যাবতীয় সমস্ত ডকুমেন্টসকে একটি খামে ভরে নির্দিষ্ট সময়ের মধ্যে নিচে উল্লেখিত ঠিকানায় পাঠিয়ে দিলেই আপনারা আবেদন সম্পন্ন হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Addres of Application Form Submission) :

Office of the Block Development Officer
Khejuria – II
P.O – Janka, Dist – Purba Medinipur

প্রয়োজনীয় নথি (Required Documents) :

এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে নিচে উল্লেখিত সমস্ত রকম ডকুমেন্টস এর –

  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর ইত্যাদি

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে প্রার্থীদের সরাসরি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবে 24.01.2025 তারিখ পর্যন্ত।

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন