Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি কি এই নতুন বছরে আপনার ক্যারিয়ার গড়ার জন্য একটি ভালো সুযোগের অপেক্ষায় ছিলেন? যদি থাকেন তাহলে আপনার জন্য রইল একটি বিশাল খুশির খবর। শ্যামা প্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ হলদিয়া পোর্ট এর পক্ষ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে তারা পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়েদের আবেদন করার জন্য অনুরোধ করছে। কিভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, বয়স সীমা, মাসিক বেতন, নির্বাচন প্রক্রিয়া, এই নিয়ে বিস্তারিত খুঁটিনাটি জানতে নিচে দেওয়া প্রতিবেদনটি পড়ুন।
Haldia Port Assistant Manegar Recruitment 2025:
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (HR)
শূন্যপদের সংখ্যা: মোট ০৪ টি শূন্যপদ রয়েছে
মাসিক বেতন: যে সকল প্রার্থীরা চাকরির জন্য বাছাই হবে তারা মাসিক ৭২,০০০/- টাকা বেতন প্রদান করা হবে।
আরও পড়ুন:– মধ্যবিত্তের টাকা জমানোর গোপন সূত্র। বিশেষজ্ঞের এই নিয়ম মেনে 1 মাস সংসার চালান, আর ম্যাজিক দেখুন
কারা কারা আবেদন করতে পারবেন
শিক্ষাগত যোগ্যতা: যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে চান, তাদের অবশ্যই যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তরসাথে ৬০% নম্বর সহ হিউম্যান রিসোর্স বিষয় নিয়ে MBA ডিগ্রি অর্জন করতে হবে।
বয়স সীমা: এই পদে আবেদন করার সর্বোচ্চ বয়স ৩৫
কিভাবে আবেদন করবেন
এই পদের আবেদন প্রক্রিয়া অফলাইন, তাই সেই অফলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিচে দেওয়া ধাপ গুলি ভালো ভাবে ফলো করুন।
প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করুন। এরপর A4 সাইজের প্রিন্ট আউট বের করুন। তারপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলির ফটোকপি যুক্ত করুন। এরপর একটি মুখ বন্দি খামে ভর্তি করে নিচে দেওয়া ঠিকানায় জমা করুন।
জরুরী ডকুমেন্ট: শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট, আধার বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো ইত্যাদী
আবেদনের তারিখ: Office of the Sr.Dy. Manager (P&IR), Haldia Dock, Complex, Jawahar Tower, P.O: Haldia Township, Dist: Purba Medinipur West Bengal Pin – 721607
আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।
নির্বাচন প্রক্রিয়া
হলদিয়া পোর্ট নিয়োগ ২০২৫ এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (HR) পদের নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত পর্যায় সারণীর মাধ্যমে হবে।
- গ্রুপ ডিসকেশন
- প্রজেন্টেশন
- সাক্ষাৎকার
প্রয়োজনীয় লিঙ্ক
অফিসিয়াল ওয়েবসাইট | hdceodb.smportkolkata.in |
আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম
আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025