চাকরিপ্রাথীদের জন্য সুখবর ! ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষণা শ্রম মন্ত্রকের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- পূজার আগে দারুন সুখবর দিলো কেন্দ্রীয় শ্রম মন্ত্রক। নতুন করে ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষনা করলেন কেন্দ্রীয় শ্রম মন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার। কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের অধীনে এমপ্লয়িজ স্টেট ইনসিয়োরেন্স কর্পোরেশন লিমিটেড বা ESI’য়ে আগামী ৩ মাসের মধ্যে প্রায় ১০ হাজার শূন্যপদে নিয়োগ শুরু করা হবে।

job

শ্রমমন্ত্রী সন্তোষকুমার গঙ্গওয়ার সাংবাদিক বৈঠকে আরো জানিয়েছেন, ইএসআই’য়ে নন-মেডিক্যাল স্টাফ পদে দীর্ঘ দিন ধরেই প্রায় ৯ হাজার শূন্যপদ খালি পরে রয়েছে। পাশাপাশি চলতি বছরে নানা পদের কর্মীদের অবসরের কারণে আরও কিছুটা কয়েকটি শূন্যপদ তৈরি হবে। তাই শ্রমমন্ত্রী জানিয়েছেন, দ্রুত সেই সমস্ত পদ পূরণ করা শুরু হবে। কারণ দেশে বর্তমান করোনা পরিস্থিতির মোকাবিলা করার জন্য বর্তমানে চিকিৎসক সহ একাধিক স্বাস্থ্যকর্মীর খুবই দরকার হয়েছে। তাই মেডিকেল ও নন মেডিকেল স্টাফ পদের ১০ হাজার শূন্যপদে নিয়োগ করার কথা ঘোষণা করলো সরকার।

আরো পড়ুন :- পুজোর আগে চাকরিপ্রাথীদের জন্য সুখবর ! একগুচ্ছ নিয়োগের ঘোষণা রাজ্য সরকারের

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রকের তরফে আরও বিস্তারিত জানানো হয়েছে, অতিমারী করোনা পরিস্থিতির জন্যেই আর স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব মানতে এই সমস্ত পদে নিয়োগের পরীক্ষা হবে অনলাইন এর সাহায্যে। খুব শীঘ্রই এই সকল পদের ক্ষেত্রে পূর্ণ বিজ্ঞপ্তি ও নানা বিষয় প্রকাশ করা হবে। পরীক্ষা কেমন হবে অর্থাৎ কোনও অনলাইন এজেন্সির মাধ্যমে নেওয়া হবে নাকি সরকারের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে নিয়োগ করা হবে সে সমস্ত বিষয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

Highlights

1. ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষণা শ্রম মন্ত্রকের 

2. এই সমস্ত পদে নিয়োগের পরীক্ষা হবে অনলাইন এর সাহায্যে

#ESI #JOB 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন