Bangla News Dunia, Pallab : সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশন তথা SSC এর তরফ থেকে প্রকাশিত হয়েছে আবারও একটি নতুন বেশ বড়সড়ো চাকরির বিজ্ঞপ্তি। যেই বিজ্ঞপ্তি অনুসারে মাল্টি টাস্কিং স্টাফ, ক্লার্ক, জুনিয়র ইঞ্জিনিয়ার সহ আরো বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। যেখানে আবেদন জানাতে পারবে দেশের সমস্ত রাজ্য থেকে উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থী।
আপনারা যারা এখানে আবেদন করবেন তাদের জন্য আমরা আমাদের আজকের এই প্রতিবেদনে SSC এর তরফ থেকে প্রকাশিত উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটির সমস্ত রকম খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে অতি সহজ সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেটা এখানে আবেদনের ক্ষেত্রে আপনাদের অনেক সহায়তা করবে ।
আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা
নিয়োগকারী সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
পদের নাম | Group C এবং Group D |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
মোট শূন্যপদ | 1 লক্ষেরও বেশি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
নিয়োগকারী সংস্থা (Recruiting Agency) :
আজকের এই চাকরির বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশিত হয়েছে দেশের অন্যতম এক বড় সংস্থা তথা SSC এর তরফ থেকে।
পোস্ট তারিখ (Post Date) :
স্টাফ সিলেকশন কমিশন এর তরফ থেকে উপরে উল্লেখিত নিয়োগ দিয়ে আগাম বার্তা দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি উল্লেখিত নিয়োগ সংক্রান্ত। রাজ্যের অন্যতম এক চাকরির পত্রিকা তথা কর্মসংস্থান পত্রিকায় এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গত 19শে ডিসেম্বর 2024 তারিখে।
SSC তে কোন কোন পদে নিয়োগ হবে (Post Name) :
SSC এর তরফে নিয়োগ করা হচ্ছে নিচে উল্লেখিত পদগুলিতে –
- Clerk
- Head Clerk
- Multi Tasking Staff
- Stuff Car Driver
- Pharmacist
- Librarian
- Sub Inspector
- Head Constable
- Laboratory Assistant
- Accountant Clerk
- Scientific Assistant
- Junior engineer সহ আরো অনেক পদে
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :
ওপরে উল্লেখিত সমস্ত পদগুলিতে আবেদন করার ক্ষেত্রে নূন্যতম মাধ্যমিক পাস থাকলেই হবে। এছাড়া পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা ভাবে জানার প্রয়োজন পড়লে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
মাসিক বেতন (Monthly Salary) :
প্রতিটা পদের ক্ষেত্রে কি কি মাসিক বেতন দেওয়া হবে সে সম্বন্ধে এখনো পর্যন্ত সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছে না, কেননা এখনও পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি SSC এর তরফ থেকে প্রকাশ করা হয়নি।
বয়স (Age Criteria) :
এখানে আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে 18 বছর। কিন্তু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী (SC, ST, OBC) রা অন্যান্য সকল সরকারি চাকরির নিয়মের ধারা অব্যাহত রেখেই এখানে নির্দিষ্ট ধাপে বয়সের ছাড় পেয়ে যাবে।
মোট শূন্যপদ (Total Vacancy) :
SSC এর তরফ থেকে প্রায় 1 লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগ করা হবে চাকরিপ্রার্থীদের।
আবেদন পদ্ধতি (Application Process for SSC Recruitment 2025) :
অনলাইনের মাধ্যমেই এখানেও চাকরি প্রার্থীদের আবেদন জানাতে হবে। আবেদন পদ্ধতি আমরা নিচে ধাপে ধাপে আপনাদের জন্য খুব সুন্দর ভাবে আলোচনা করে রেখেছি, যেটা পড়ে আপনারা খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন, চলুন তাহলে বিস্তারিত দেখে নিন –
- আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীদের চলে যেতে হবে সরাসরি SSC এর অফিসিয়াল ওয়েবসাইটে
- সেখানে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে সমস্ত রকম প্রয়োজনীয় তথ্য সহকারে।
- রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যে ইউজার আইডি পাবেন, সেটা এবং আপনার তৈরি করা পাসওয়ার্ড দিয়ে SSC এর লগইন পেজে এসে লগইন করে নিতে হবে।
- আর আপনি যদি পুরনো কোন রেজিস্টারকৃত প্রার্থী হয়ে থাকেন SSC তে। তাহলে আপনার পুরাতন
- ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিলেই হবে
- Login হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন উল্লিখিত চাকরির বিজ্ঞপ্তিটির অ্যাপ্লিকেশন ফর্ম।
- সেটাকে প্রয়োজনে সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে।
- পূরণ করে দেওয়ার পর প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিতে হবে সেখানে।
- আপলোড হয়ে যাওয়ার পর এপ্লিকেশন ফি পেমেন্ট করে দিতে হবে।
- তারপর একবার আপনার আবেদনটি পুনর্বার পর্যবেক্ষণ করে নিয়ে সাবমিট করে দিলেই সেটি সম্পূর্ণ হবে।
গুরুত্তপূর্ণ তারিখ
আবেদন শুরুর তারিখ | 16.04.2025 |
আবেদনের শেষ তারিখ | 15.05.2025 |
নিয়োগ পদ্ধতি (Selection Process) :
এখানে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করবেন তাদেরকে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) র জন্য ডাকা হবে সবার আগে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে। #End
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা