Bangla News Dunia, Pallab : চাকরিপ্রার্থীদের জন্য বিডিও ( BDO Office) অফিসে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্যতা নিরিখে ব্লক অফিসে চাকরির দারুন সুযোগ রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে চাকরির দারুন সুযোগ দেওয়া হবে। যে সমস্ত চাকরির প্রার্থীরা সমস্ত দেশটা নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চাই তারা শেষ পর্যন্ত পড়ুন। নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হচ্ছে। WB BDO Office Job Recruitment
পদের নাম : এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখ রয়েছে যে, কমিউনিটি রিসোর্স পার্সন পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে একাধিক শূন্যপদও রয়েছে। শূন্যপদ সম্পর্কে সবিস্তারে আলোচনা অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে।
আরও পড়ুন:– দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?
বয়সসীমা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স থাকতে হবে সর্বাধিক 45 বছর বা তার নিচে। বয়স সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিবেন।
Details | Information |
---|---|
Job Title | Community Resource Person |
Vacancies | Multiple (Details in the official notification) |
Age Limit | Maximum 45 years |
Educational Qualification | Graduate in any stream with computer knowledge |
Application Mode | Offline |
Required Documents | – Filled application form- Passport-sized photograph- Age proof- Educational certificates- Computer qualification proof- Residential proof and other necessary documents |
Selection Process | – Interview (No written test required as per the notice) |
আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদনপত্র প্রিন্ট আউট বের করে নিতে হবে। এরপর আবেদন পত্রটি জরুরী সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই যথাস্থানে পাসপোর্ট সাইজের ছবি বসাতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস যা নিচে উল্লেখ করা রয়েছে তার প্রত্যেকটির জেরক্স কপি দিয়ে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ : এক্ষেত্রে আবেদন করতে প্রার্থীদের বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন আবেদন পত্র, প্রার্থীর বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, কম্পিউটার যোগ্যতা সহ ও বাসিন্দা প্রমাণ ও অন্যান্য জরুরি ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া : যে সমস্ত প্রার্থীরা ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক হবেন এবং সফলভাবে আবেদন জানাবেন সে সমস্ত প্রার্থীদের নিয়োগ করা হবে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ এর মাধ্যমে। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আর বিস্তারিত জানতে হলে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
আরও পড়ুন:– ৪০০ বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে গ্যালিলিও কিভাবে বৃহস্পতির ৪টি উপগ্রহের সন্ধান পান ?
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025