Bangla News Dunia, সারদা দে :- ভারতের বৃহত্তম তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন কেন্দ্র হলো ONGC । দেশের প্রায় ৭০ শতাংশ অপরিশোধিত খনিজ তেল ও ৮৪ শতাংশ প্রাকৃতিক গ্যাস উৎপন্ন করে তারা। ১০ টি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে অন্যতম হলো এই সংস্থা। সম্প্রতি এই সংস্থা মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরো পড়ুন :- সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো SBI !
আগ্রহী এবং যোগ্য প্রাথীদের ৩০ শে নভেম্বর সন্ধ্যে ৬টার মধ্যে আবেদন পত্র হাতে লিখে কিংবা টাইপ করে পিডিএফ ফাইল হিসেবে পাঠাতে হবে এই মেইল আইডিতে : [email protected]। এর সাথে প্রয়োজনীয় নথিও স্ক্যান করে পাঠাতে হবে। ইমেইল এবং এসএমএসের মাধ্যমে ইন্টারভিউয়ের সময় এবং স্থান প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট আটজন মেডিক্যাল অফিসারকে চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে । শূন্যপদগুলির আরো বিস্তারিত বিবরণ রইলো:
No of vacancies:
1. medical officer(field duty)-4
2. medical officer(general part-time) – 3
3. medical officer – 1
Salary :
1. medical officer(field duty)-75 thousand per month
2. medical officer(general part-time) – 41 thousand per month
3. medical officer – 72 thousand per month
Starting date: 20h November 2020
Last Date: 30th November 2020
Posting: Kolkata, Bokaro, Bhubaneswar
আরো পড়ুন:- ESIC তে নিয়োগের বিস্তারিত বিবরণ
Highlights
১. ONGC তে কর্মীনিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
২. মোট ৮টি শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে।
৩. ৩০শে নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ।
#ONGC | #Job vacancy