Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ONGC-তে ৪১৮২ শিক্ষানবিশ নিয়োগ। অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ৪১৮২ টি শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে Advt. No: ONGC/APPR/1/2020। প্রার্থীদের সংশোধিত শিক্ষানবিধি আইন, ১৯৬১ অনুযায়ী শিক্ষানবিশ প্রশিক্ষণের আগে বা শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। প্রার্থীরা, যাদের নির্ধারিত যোগ্যতা অর্জনের পরে এক বছর বা তার বেশি সময়ের জন্য প্রশিক্ষণ বা চাকরির অভিজ্ঞতা আছে , তারা টেকনিশিয়ান শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্য নন। যে সমস্ত প্রার্থীর আবেদনের আগ্রহী তারা বিস্তারিত দেখে নিয়ে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারেন।
শূন্যপদ:৪১৮২ টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রি / আইটিআই /সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।
বয়স:০৭/০৮/২০২০ এর হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।
প্রার্থী বাছাই: প্রার্থীদের বাছাই মেধা ভিত্তিতে করা হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ তে গিয়ে আপনারা আবেদন করতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হওয়ার তারিখ: ২৯ জুলাই ২০২০ ।
অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ:১৭ অগাস্ট ২০২০ ।
Highlights
1. ONGC-তে ৪১৮২ শিক্ষানবিশ নিয়োগ
2. অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড ৪১৮২ টি শিক্ষানবিশ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে
3. শিক্ষানবিশ প্রশিক্ষণের আগে বা শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করা উচিত
4. আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ওএনজিসি) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন
#ONGC #JOB