SSC-র মাধ্যমে সারাদেশে ৫৮৪৬ টি কনস্টেবল নিয়োগ

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- SSC-র মাধ্যমে সারাদেশে ৫৮৪৬ টি কনস্টেবল নিয়োগ। স্টাফ সিলেকশন কমিশন দিল্লি পুলিশে কনস্টেবল পুরুষ ও মহিলা নিয়োগের জন্য অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সমস্ত প্রার্থীর আবেদনের আগ্রহী তারা বিস্তারিত দেখে নিয়ে নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন করতে পারেন।

শূন্যপদ: ৫৪৮৬টি (সাধারণ-২৮০১,এসসি -১০৩৭.এসটি -৩০২,ওবিসি -১১৩৩,EWS -৫৮৩)

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে 10 + 2 (উচ্চ-মাধ্যমিক) পাস ।পুরুষ প্রার্থীদের অবশ্যই এলএমভি (মোটর সাইকেল বা গাড়ি) এর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: ০১/০৭/২০২০ এর হিসেবে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে।

বেতন :২১,৭০০-৬১,১০০ টাকা।

job

দৈহিক মাফযোগ: পুরুষ প্রার্থীদের : উচ্চতা – ন্যূনতম ১৭০ সেমি (এসটি প্রার্থীদের ১৬৫ সেমি); বুক  না ফুলিয়ে  -৮১ সেমি (এসটি জন্য ৭৬ সেমি); বুক ফুলিয়ে – ৮৫ সেমি (এসটি জন্য ৮১ সেমি) মহিলা প্রার্থীদের :উচ্চতা – ন্যূনতম ১৫৭ সেমি (এসটি পরীক্ষার্থীদের জন্য ১৫৫ সেমি )

প্রার্থী বাছাই: প্রার্থীদের বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক সহনশীলতা ও পরিমাপ পরীক্ষা (PE&MT) এর পরে মেডিকেল পরীক্ষা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা সারা ভারত জুড়ে অনুষ্ঠিত হবে।

আবেদনের ফি: প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ / – টাকা দিতে হবে। ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিং বা অন্য যে কোনও বিকল্প উপলব্ধ ব্যবহার করে অনলাইন আবেদন ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে। এসসি / এসটি / পিডাব্লুডির প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফির প্রয়োজনীয়তা নেই।

আবেদন পদ্ধতি: আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা কেবলমাত্র স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু হওয়ার তারিখ:০১ অগাস্ট ২০২০

অনলাইন আবেদন শেষ হওয়ার তারিখ:০৭ সেপ্টেম্বর ২০২০

Highlights

1. SSC-র মাধ্যমে সারাদেশে ৫৮৪৬ টি কনস্টেবল নিয়োগ 

#SSC #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন