Bangla News Dunia, Pallab : বেকার চাকরী প্রার্থীদের জন্য আরও একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি UCO ব্যাংকের পক্ষ থেকে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তাকে অবশ্যই পশ্চিমবঙ্গ তথা ভারতের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই তিনি এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন নচেৎ পারবেন না। নীচে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় বিস্তারিত তথ্য যেমন শূন্যপদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, আবেদনের সময়সীমা ইত্যাদির বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম:-
UCO ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যাংকের অধীনে লোকাল ব্যাংক অফিসার বা স্থানীয় ব্যাংক কর্মকর্তা পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।
আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা
শিক্ষাগত যোগ্যতা:-
UCO ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার বা স্থানীয় ব্যাংক কর্মকর্তা পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। তার পাশাপাশি কম্পিউটার নলেজ থাকাটা অত্যন্ত জরুরি। এছাড়াও চাকরিপ্রার্থীকে যে জায়গায় পোস্টিং দেওয়া হবে সেখানকার স্থানীয় ভাষায় লিখতে ও কথা বলতে পারদর্শী হতে হবে। এছাড়াও বাকি যে সকল যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।
বয়সসীমা:-
উক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১/০১/২০২৫ অনুযায়ী সর্বনিম্ন ২০ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST ক্যাটাগরির প্রার্থীদের ৫ বছর, OBC ক্যাটাগরির প্রার্থীদের ৩ বছর এবং PWBD ক্যাটাগরির প্রার্থীদের ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।
বেতনের পরিমাণ:-
UCO ব্যাংকের অধীনে লোকাল ব্যাংক অফিসার বা স্থানীয় ব্যাংক কর্মকর্তা পদে নিযুক্ত কর্মীদের শুরুতে প্রতি মাসে ৪৮,৪৮০ টাকা করে বেতন দেওয়া হবে। তারপর সেই বেতনের পরিমাণ বেড়ে হবে ৮৫,৯২০ টাকা।
আবেদন প্রক্রিয়া:-
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ গ্ৰহন করতে আগ্রহী চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি অনুসরণ করতে হবে –
১) সবার আগে UCO ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২) তারপর সেখানে UCO Bank Recruitment 2025 লিংকে ক্লিক করতে হবে।
৩) এরপর রেজিস্ট্রেশন এর জন্য দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে তা দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।
৫) এরপর সেই ফর্মের নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি সঠিকভাবে ফিলাপ করতে হবে।
৬) এরপর একে একে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। সেইসঙ্গে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে।
৭) সবকিছু হয়ে গেলে সবকিছু ভালোভাবে মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।
প্রয়োজনীয় নথিপত্র:-
আবেদন করার সময় যে যে প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল-
১) বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) পরিচয় পত্রের প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড।
৩) শিক্ষাগত যোগ্যতার মার্কসিট ও সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট (যাদের আছে)।
৫) রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
নির্বাচন পদ্ধতি:-
UCO ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদে চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে নির্বাচন করা হবে একটি ২০০ নম্বরের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন মূল্য:-
এক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ৮৫০ টাকা করে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের ১৭৫ টাকা করে নেট ব্যাঙ্কিং/ডেবিট কার্ড/গুগুল পে বা ফোন পে এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ:-
UCO ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যাংকের অধীনে লোকাল ব্যাংক অফিসার বা স্থানীয় ব্যাংক কর্মকর্তা পদে কর্মী নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত ১৬ ই জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে। এই প্রক্রিয়া চলবে আগামী ৫ ই ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত।
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত