Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কানাড়া ব্যাংকে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ! স্পেশ্যালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ ২২০টি। এই ক্ষেত্রে আবেদনের শেষ দিন ১৫ ডিসেম্বর। আবেদনের জন্য যোগ্য ও আগ্রহী প্রার্থীরা কানাড়া ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট canarabank.com-এ এই সংক্রান্ত সমস্ত তথ্য পেতে পারেন। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে মোট ২৫টি পদে ২২০ জন কর্মী নিয়োগ করা হবে। বিভিন্ন পদে বয়সের ঊর্ধ্বসীমা হলো ২০ থেকে ৩০ বছর। তফসিলি জাতি ও উপজাতির জন্য বয়সে বিশেষ ছাড় আছে। আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। এছাড়াও কম্পিউটার সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে।
মোট ৩ স্তরে প্রার্থী বাছাই প্রক্রিয়া হতে পারে। এর মধ্যে আছে প্রাথমিক বাছাই লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং সব শেষে ইন্টারভিউ। কোন পদে কতগুলি আবেদন জমা পড়বে তার উপরে ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কোনও পদে স্বল্প সংখ্যক প্রার্থী আবেদন করলে আবেদনকারীদের মধ্যে থেকে বাছাই করে ছোট তালিকা তৈরি, গ্রুপ ডিসকাশন এবং সব শেষে ইন্টারভিউর মাধ্যমেও প্রার্থী বাছাই হতে পারে। অবজেক্টিভ টেস্টে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং হবে।
আরো পড়ুন :- কলকাতা পোর্ট ট্রাস্টে নিয়োগ চলছে
সাধারণ ও অন্য সমস্ত ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ফি ৬০০ টাকা এবং GST। তবে SC, ST এবং PWBD প্রার্থীদের ক্ষেত্রে ফি ১০০ টাকা। আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ: ২৫ নভেম্বর, ২০২০ , আবেদনের শেষ দিন: ১৫ ডিসেম্বর, ২০২০ , অনলাইন পরীক্ষা: জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০২১।
Highlights
1. কানাড়া ব্যাংকে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ !
2. অবজেক্টিভ টেস্টে ভুল উত্তর দিলে নেগেটিভ মার্কিং হবে
#Bank #Job