কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন শুন্যপদে নিয়োগ শীঘ্রই !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন শুন্যপদে নিয়োগ শীঘ্রই ! সীমান্তে সুরক্ষা আরো মজবুত করার জন্য কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন পদে শীঘ্রই নিয়োগ করতে চাইছে মোদী সরকার। প্রসঙ্গত আধাসামরিক বাহিনীতে খালি হয়েছে প্রায় এক লক্ষেরও বেশি পদ। নানা পদে কর্মীদের অবসর গ্রহণ, পদত্যাগ বা মৃত্যুর কারণে এই পদগুলি খালি হয়েছে বলে এই দিন রাজ্য সভায় এমনটাই জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিএসএফ বা বর্ডার সিকিওরিটি ফোর্সে খালি  রয়েছে সব থেকে বেশি শূণ্য পদ। এছাড়াও নানা পদে শূণ্য পদ খালি রয়েছে সিআরপিএফ ও সিএপিএফে।

কেন্দ্রের দেয়া তথ্য অনুযায়ী বিএসএফের খালি শূণ্য পদের সংখ্যা ২৮৯২৬। সেখানে সিআরপিএফে শূণ্যপদের সংখ্যা ২৬,৫০৬। সিআইএসএফে খালি পদ রয়েছে ২৩,৯০৬টি। এছাড়াও সশস্ত্র সীমা বলে শূণ্য পদের সংখ্যা ১৮,৬৪৩। ইন্দো টিবেটান বর্ডার পুলিশে খালি রয়েছে ৫৭৮৪টি পদ এবং অসম রাইফেলসে ৭৩২৮টি পদ খালি রয়েছে। এগুলি শীঘ্রই নিরাপত্তার কারণে পূরণ করা হবে।

খুব দ্রুত ও সরাসরি এই পদগুলিতে নিয়োগ করতে চাইছে কেন্দ্র সরকার। এজন্য খুব দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। মোটামুটি আগামী বছরের শুরুর দিকে ধাপে ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।

আরো পড়ুন :- চাকরিপ্রাথীদের জন্য সুখবর ! ১০ হাজার শূন্যপদে নিয়োগ ঘোষণা শ্রম মন্ত্রকের

নিয়োগ বিষয়ে জানিয়ে দেয়া হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের আওতায় ৩৩০টি অ্যাসিসট্যান্ট কমান্ডান্ট পদে ও কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের আওতায় ৬০,২১০টি কনস্টেবল পদে, ২৫৩৪টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া আগেই চলছে।

Highlights

1. কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন শুন্যপদে নিয়োগ শীঘ্রই !

2. ২৫৩৪টি সাব ইন্সপেক্টর পদে নিয়োগ প্রক্রিয়া আগেই চলছে

#BSF #CRPF #CISF #SSB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন