কেন্দ্রীয় সরকারের SSC-র মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কেন্দ্রীয় সরকারের SSC-র মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ ! স্টাফ সিলেকশন কমিশন নিম্ন বিভাগীয় ক্লার্ক / জুনিয়র সহকারী, ডাক সহকারী / বাছাইকারী সহকারী এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য অনলাইনে আবেদনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। উচ্চ মাধ্যমিক (10 + 2) পাস যোগ্যতা । শূন্যপদগুলি ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক / বিভাগ / অফিসগুলির জন্য। যোগ্য। আগ্রহী প্রার্থীরা কেবল স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন ।

job

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণির বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: 01/01/2021 পর্যন্ত সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 27 বছর।

প্রার্থীদের বাছাই: প্রার্থীদের বাছাই প্রিলি পরীক্ষা কম্পিউটার ভিত্তিক , বর্ণনামূলক
কাগজ এবং টাইপিং পরীক্ষার মাধ্যমে করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (স্তর-১) সারা ভারত জুড়ে বিভিন্ন কেন্দ্রে 12/04/2021 থেকে 27/04/2021 পর্যন্ত অনুষ্ঠিত হবে। তথ্য স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে – https://ssc.nic.in.

আবেদনের ফি: প্রার্থীদের অবশ্যই আবেদন ফি  100 টাকা ডেবিট / ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করে অনলাইন আবেদন জমা দেওয়ার সময় অনলাইন মোডের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে।

আরো পড়ুন :-  কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন শুন্যপদে নিয়োগ শীঘ্রই !

মহিলা, এসসি, এসটি, পিডাব্লুডি এবং প্রাক্তন সার্ভিসন প্রার্থীদের ক্ষেত্রে আবেদন করার জন্য কোনও আবেদন ফির প্রয়োজন নেই। বিভিন্ন পদের জন্য আবেদন করবেন ১৪ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর এর মধ্যে। বিস্তারিত জানতে লগ ইন করুন এসএসসির সাইটে।

Highlights

1. কেন্দ্রীয় সরকারের SSC-র মাধ্যমে কয়েক হাজার ক্লার্ক নিয়োগ !

2. বিস্তারিত জানতে লগ ইন করুন এসএসসির সাইটে।

#SSC #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন