মেধার ভিত্তিতে নিয়োগ হবে কলকাতা পৌরসভায় ! নিয়মে বড়সড় পরিবর্তন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- মেধার ভিত্তিতে নিয়োগ হবে কলকাতা পৌরসভায় ! এবার যুগের সঙ্গে তাল মিলিয়ে পুরোনো নিয়ম বদলে ফেলা হলো। বলা হয়েছে কলকাতা পৌরসভার কোনো পদের ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস একদম প্রাধান্য পাবে না। সেটার বদলে প্রাথীর মেধাই পাবে অগ্রাধিকার। প্রসঙ্গত পৌরসভার বেশ কয়েকটি পদের নিয়োগ নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। কিন্তু দেশের ধর্ম নিরপেক্ষ পরিবেশ ও নিয়োগে স্বচ্ছতার জন্য পুরোনো নিয়মে বদল আনা হলো।

উলেখ্য কলকাতা পুরসভা নানা শ্মশান এবং হিন্দু করবস্থানে কিছু ফিল্ড ওয়ার্কার গ্রেড–থ্রি পদে নিয়োগ করবে। কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, মুসলিম প্রার্থীরাএকদম গ্রাহ্য হবে না। সেটা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু কোনো অহিন্দুর যোগ্যতা থাকলে তিনি কেন চাকরি পাবেন না ? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এবার বলা হয়েছে পৌরসভা বিজ্ঞপ্তিতে মুসলিম প্রার্থী আবেদন করতে পারবেন না একথা লিখতে পারা যাবে না বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন :- শীঘ্রই ১২০০ শূণ্যপদে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হতে চলেছে !

প্রসঙ্গত ঠিক তেমনি কলকাতা পুরসভাতে উর্দু অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ এর ক্ষেত্রে শুধু মাত্র মুসলিম প্রার্থীর আবেদন গ্রাহ্য হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয় তা নিয়েও হইচই শুরু হয়। ঐ পদে কেন কোনো সাধারণ হিন্দু বা তাদের তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণ নেই তা নিয়েও প্রশ্ন ওঠে। তাই এই সব নিয়োগ নিয়ে সমস্যাকে দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পৌরসভার নিয়োগের ক্ষেত্রে।

Highlights

1. মেধার ভিত্তিতে নিয়োগ হবে কলকাতা পৌরসভায় !

2. দেশের ধর্ম নিরপেক্ষ পরিবেশ ও নিয়োগে স্বচ্ছতার জন্য পুরোনো নিয়মে বদল আনা হলো

#কলকাতা পৌরসভা #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন