Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সরকারি কর্মচারীদের জন্য সুখবর ! টানা তিন মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে লক ডাউন চলছে আর এই লোক ডাউনের জেরে সমস্ত অফিস আদালত বন্ধ রয়েছে। লকডাউনের জন্য স্কুল দোকান পাঠ এসবের পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি দফতর সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। কিন্তু এরই মধ্যে অনেক সরকারি সংস্থার কর্মচারী অবসর গ্রহণ করেছেন আর তাঁদের জন্য এবার সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সরাসরি জানানো হয়েছে যাঁরা এই লকডাউনের সময়ে অবসর গ্রহণ করেছেন তাঁদের জন্য প্রভিশনাল পেনশনের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাত্ যত দিন না অবধি তাঁরা পার্মানেন্ট পেনশন পাচ্ছেন তত দিন অবধি এই পেনশন চালু থাকবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। যেহেতু যারা অবসর গ্রহণ করেছেন তাদের জন্য পিপি ও অর্থাত্ পেনশন পেমেন্ট অর্ডার তৈরি করা সম্ভব হচ্ছে না তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এর সঙ্গে আরও জানানো হয়েছে যাঁরা অবসর গ্রহণ করেছেন তাঁদের প্রভিশনাল পেনশনের ব্যবস্থা করা হয়েছে একই সঙ্গে প্রফেশনাল গ্যারিটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যাতে পেনশন পেতে না দেরি হয়। প্রয়োজন হলে প্রভিশনাল পেনশনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হবে বলে জানিয়েছেন। একদিকে যেমন সরকারি কর্মচারীরা পেনশন অর্ডার তৈরি করতে পারছেন না অন্যদিকে আবার পেনশনের কাগজপত্র জমা দিতে পারছেন না অবসরপ্রাপ্ত কর্মীরা। তাই এহেন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
Highlights
1. সরকারি কর্মচারীদের জন্য সুখবর
2. তাঁদের জন্য প্রভিশনাল পেনশনের ব্যবস্থা করা হচ্ছে
#Central #Govt. #Employee #Pension