৮০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল ! বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ৮০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল ! করোনা মহামারী পরবর্তী সময়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর্মি পাবলিক স্কুল। এই ক্ষেত্রে টেট পাশ না করলেও এই পদে প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উলেখ্য দেশের প্রায় ১৩৭ টি আর্মি পাবলিক স্কুলে ৮০০০ জন শিক্ষক নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি ৷ ১ অক্টোবর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ৷

Online Education

ইচ্ছুক প্রাথীরা স্কুলের তালিকা, বিষয়-সহ নিয়োগ সংক্রান্ত বিশদ তথ্য ও আবেদনের জন্য লগ ইন করুন awesindia.com ওয়েবসাইটে । রেজিস্ট্রেশন চলবে আগামী ২০ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত ৷ পরীক্ষা হবে অনলাইনে ২১ এবং ২২ নভেম্বর। এছাড়াও জানানো হয়েছে সম্ভাব্য ২ ডিসেম্বর এই পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এই চাকরির ক্ষেত্রে নতুন ও অভিজ্ঞতা সম্পন্ন উভয় প্রার্থীরাই আবেদন যোগ্য ৷ নতুন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৪০ ও অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে আবেদনের উর্ধ্বসীমা ৫৭ বছর ৷

আরো পড়ুন :- কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন শুন্যপদে নিয়োগ শীঘ্রই !

অনলাইন স্ক্রিনিং টেস্টে বসার জন্য CTET বা TET বাধ্যতামূলক নয়। তবে ট্রেনড গ্র্যাজুয়েট টিচার পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে ৷ সঙ্গে B.Ed-এও ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে ৷ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে আবেদনের জন্য প্রার্থীকে বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে ৷ B.Ed-এও ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া প্রাইমারি ট্রেনড টিচার পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক পাশ করতে হবে ৷ সঙ্গে থাকতে হবে B.Ed ডিগ্রি অথবা ২ বছরের ডিপ্লোমা ৷

ইচ্ছুক প্রাথীরা তাড়াতাড়ি আবেদন করুন।

Highlights

1. ৮০০০ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল !

2. ইচ্ছুক প্রাথীরা তাড়াতাড়ি আবেদন করুন

#আর্মি পাবলিক স্কুল #JOB

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন