Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- RRB NTPC, Level-1 সহ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করলো রেল ! করোনা আবহে পরীক্ষা করানো নিয়ে নানা সমস্যায় ছিল রেল। এবার সেই আটকে থাকা পরীক্ষা গুলির দিন ঘোষণা করলো রেল। RRB মিনিস্টেরিয়াল এন্ড আইসোলেটেড ক্যাটেগরির পরীক্ষা আগামী ১৫ থেকে ২৩ ডিসেম্বর আয়োজন করা হবে। করোনা মহামারীর আবহে যাতে পরীক্ষাথীদের দূরে যাতায়াত করতে না হয় ও নির্ধারিত সময় বাঁচাতে চাকরি প্রার্থীদের তাঁদের নিজের রাজ্যে পরীক্ষার কেন্দ্র দেওয়া হবে। সেই সঙ্গে প্রার্থীদের সুবিধার্থে বিশেষ কিছু ট্রেনও চালানো হবে।
এদিকে RRB NTPC নিয়োগ পরীক্ষা আগামী ২৮ ডিসেম্বর থেকে নতুন বছরের মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া Level-1 নিয়োগ পরীক্ষা আগামী এপ্রিল থেকে জুনের মধ্যে আয়োজন করা হবে। আগামী বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ এবং জুনের মধ্যে সব পরীক্ষা শেষ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১.৪০ লাখ। সেই জন্য ২.৪৪ কোটি আবেদন জমা পড়েছে। গুডস গার্ড, অফিস ক্লার্ক, কমার্শিয়াল ক্লার্ক ইত্যাদি পদের জন্য RRB NTPC-তে মোট শূন্যপদের সংখ্যা ৩৫ হাজারের একটু বেশি।
আরো পড়ুন :- এয়ারপোর্ট অথরিটিতে বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ !
এছাড়াও লেভেল ১ পদের জন্য ১০৩৭৬৯ এবং মিনিস্টেরিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরিতে মোট শূন্য পদ ১,৬৬৩ টি গুলি। এই সব পদের জন্য নিয়োগের পরীক্ষার দিন গুলি ঘোষণা করলেন ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বর্তমান চেয়ারম্যান বিনোদ কুমার যাদব।
Highlights
1. RRB NTPC, Level-1 সহ কিছু পরীক্ষার তারিখ ঘোষণা করলো রেল !
2. পরীক্ষার দিন গুলি ঘোষণা করলেন ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বর্তমান চেয়ারম্যান বিনোদ কুমার যাদব
#RRB #NTPC