Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- কালী পুজোর দিন ভুলেও করবেন না এই কাজ গুলি ! মা জগৎ মাতার রুদ্র রূপ মা কালী। নিজের রুদ্র মূর্তি ধরে মা কালী হয়ে উদ্যত হয়েছিলেন দুষ্ট অসুর বধে। তাই মা কালী পূজার আরাধনায় কোনও ত্রুটি রাখা বা ভুল করা একেবারেই উচিত নয়। তাই কিছু কিছু কাজ ভুলেও করবেন না।
এক নজরে দেখে নিন ——
১. কালীপুজোর রাতে মনে করে খেয়াল রাখুন ভুল করেও কেউ যেন পুজোর ঘরে জুতো পরে না ঢোকে। এছাড়াও পুজোর ঘরের আশেপাশেও যেন জুতো না থাকে। তা হলে মহা অমঙ্গল হয়।
২. প্রতিদিন টাটকা ফুল দিয়ে অনেকেই পুজো করতে পারেন না। তাই আগের দিন ফুল কিনে পরের দিন সেই ফুল দিয়ে পুজো হয়। কিন্তু কালী পুজোর দিন এটা কোনো ভাবেই করা চলবে না। এতে মহা ভুল হবে।
৩. কালী পুজোর ঘরে চামড়ার ব্যাগ বা চামড়া দিয়ে তৈরি কোনো জিনিস নিয়ে একেবারে ঢোকা যাবে না। এতে পুজোর ঘর অপবিত্র হয়ে গেছে বলে মনে করা হয়। তাই এই দিকে খেয়াল রাখুন।
আরো পড়ুন :- মা কালীকে বেঁধে রাখা হয় শিকল দিয়ে , কেনো জানেন ?
৪. কোনো মূর্তি ভেঙে গেলে সাথে সাথেই নতুন মূর্তি তৈরী করা উচিত। যদি কেউ বাড়িতে শিবলিঙ্গ বসাতে চান তাহলে তা যেন বুড়ো আঙুলের চেয়ে বড় না হয়।
৫. অবশ্যই মনে রাখুন কোনো পূর্ব পুরুষের ছবি ঠাকুরঘরে রাখা বাস্তু মতে একেবারেই ঠিক না।
আমাদের সনাতন ধর্মে কালীপুজোর দিন শুদ্ধ মন ও চিন্তা নিয়ে দেবীর আরাধনায় বসা উচিত।
Highlights
1. কালী পুজোর দিন ভুলেও করবেন না এই কাজ গুলি !
2. শুদ্ধ মন ও চিন্তা নিয়ে দেবীর আরাধনায় বসা উচিত
#Ma Kali #Diwali