Keir Starmer | অক্টোবরেই ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, বাণিজ্যে দ্বিগুন লাভের আশা!

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার আগামী সপ্তাহে, ৮ থেকে ৯ অক্টোবর, ভারত সফরে আসছেন। গত বছর জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে বসার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। এই সফরকে ভারত ও যুক্তরাজ্যের মধ্যে এক ‘অগ্রসরমুখী অংশীদারিত্ব’ গড়ে তোলার একটি ‘মূল্যবান সুযোগ’ হিসেবে দেখছে ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।

সফরের দ্বিতীয় দিনে, ৯ অক্টোবর মুম্বইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কিয়ের স্টারমার এক বিস্তৃত আলোচনায় বসবেন। এই আলোচনায় দুই নেতা ভারত-ইউকে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপের (India-UK Comprehensive Strategic Partnership) অগ্রগতি পর্যালোচনা করবেন। এই আলোচনার মূল ভিত্তিগুলি হল— বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও শক্তি, স্বাস্থ্য, শিক্ষা এবং জন-সম্পর্ক।
প্রসঙ্গত, আড়াই মাস আগেই দুই দেশ এক ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পন্ন করেছে। সেই আবহেই এবার স্টারমারের এই ভারত সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সেকথা বলাই বাহুল্য।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন