উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নেপালে জেন জেড বিক্ষোভের (Nepal Gen Z protest) জেরে চলতি মাসের শুরুর দিকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি (KP Sharma Oli)। তবে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ১৮ দিন পর অবশেষে জনসমক্ষে (Public appearance) আসলেন তিনি। শনিবার ওলি তাঁর দল সিপিএন-ইউএমএলের (CPN-UML) একটি সভায় যোগ দিয়েই প্রকাশ্যে আসেন।
গত ৯ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই সকলের নজর থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। প্রথমে কানাঘুষো শোনা যাচ্ছিল, সেনার কপ্টারে করে তিনি দুবাইয়ে পালিয়ে গিয়েছেন। যদিও পরে সেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল যে, কোনও নেতা-মন্ত্রীকে দেশ ছাড়তে সহায়তা করছে না সেনা। তবে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু পরবর্তীতে জানা গিয়েছিল যে, ওলি প্রথমে সেনাবাহিনীর দপ্তরে আশ্রয় নিয়েছিলেন। এরপর নিজের অস্থায়ী বাসভবনে চলে যান।
তবে শনিবার সিপিএন-ইউএমএলের ছাত্র সংগঠন জাতীয় যুব সংঘ একটি জনসভার আয়োজন করেছিল ভক্তপুরে। এদিন সেই সভাতেই যোগ দেন ওলি। কিন্তু যুব সংগঠনের জনসভার মাধ্যমেই ওলির জনসমক্ষে আসার ঘটনাকে দলের যুব সদস্যদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের কৌশলগত প্রচেষ্টা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞ্ররা। কারণ নতুন প্রজন্মের ছেলেমেয়েদের আন্দোলনের জেরেই গদি ছাড়তে হয়েছিল তাঁকে।
উল্লেখ্য, উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা ও দুর্নীতির অভিযোগে বিদ্ধ কেপি শর্মা ওলির সরকারের (KP Oli Sharma-led government) বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর থেকে প্রতিবাদে সরব হয়েছিল নেপালের যুবসমাজ বা জেন জেড। অবশেষে চাপের মুখে পড়ে গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। এরপর গত ১২ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুশীলা। আগামী বছরের ৫ মার্চ নেপালে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।