Kunal Ghosh | ‘মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্য নয়,’ কুণালকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনও বিতর্কিত মন্তব্য নয়, কুণাল ঘোষকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুধু তাই নয় আগামী ৩ মাস মিঠুন চক্রবর্তী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কোনওরকম মন্তব্য করতে পারবেন না কুণাল। বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

চিটফান্ড কেলেঙ্কারি থেকে দলবদল, এমনকি অভিনেতার ছেলে ধর্ষণের মামলায় অভিযুক্ত বলে সংবাদমাধ্যমে প্রচার করেছেন কুণাল ঘোষ। এই অভিযোগে কুণালকে আইনি নোটিশ পাঠায় মিঠুন। জবাবে সন্তুষ্ট না হওয়ায় ক্ষতিপূরণ দাবি করে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা করার পর মিঠুন জানিয়েছিলেন,’তৃণমূল মুখপাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর সম্মানহানি করেছেন। সংবাদমাধ্যমে তাঁর এবং তাঁর পরিবারের নামে অসত্য, কুরুচিকর মন্তব্য করেছেন। যা যা বলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এতে সমাজে তাঁকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। পালটা মানহানির মামলার খবর শুনে কুণাল বলেছিলেন, ‘যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন! কোর্টে দেখা হবে।’ এদিন সেই মামলারই শুনানি ছিল।

বিস্তারিত আসছে………………

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন