Kunal Ghosh | মমতা মা লক্ষ্মী, বিজেপি, সিপিএম, কংগ্রেস ‘ডাকিনী, যোগিনী, পিশাচ’, মন্তব্য কুণালের   

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ কখনও চৈতন্যদেব, কখনও মা সারদা, এবার সাক্ষাৎ মা লক্ষ্মী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গিয়ে একথা বলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ। মমতাকে যেমন তিনি মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছেন, পাশাপাশি বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ‘ডাকিনী, যোগিনী, পিশাচ’ বলে কটাক্ষ করেছেন কুণাল।

শনিবার কাটোয়া ১ নম্বর ব্লকের পঞ্চাননতলায় তৃণমূলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কুণাল ঘোষ। মঞ্চে গান গেয়ে বক্তব্য রাখেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে কুণাল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত ‘কোনও এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো’ এই গানটি গেয়ে ওঠেন। গানের কথার রেশ ধরেই মুখ্যমন্ত্রীকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেন কুণাল। বলেন, “গাঁয়ের বধূর শাঁখের ডাকে যিনি আসেন, তিনি মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়।” ওই গানেই রয়েছে ‘ডাকিনী যোগিনী এল শত নাগিনী, এল পিশাচেরা এল রে’। সেকথা উল্লেখ করে কুণাল বলেন, “বিজেপি, সিপিএম, কংগ্রেস ডাকিনী, যোগিনী আর পিশাচ।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে নানা রকমের তুলনা করা যায়। মা দুর্গারও তুলনা করা যায়, মা লক্ষ্মীও তুলনা করা যায়। ডেভেলপমেন্ট, সম্প্রীতি, সমৃদ্ধি, শান্তির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়।

কুণালের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “এই মন্তব্য নিয়ে কিছু বলার থাকে নাকি কোনও ভদ্রলোকের। কুণাল ঘোষরা যে করে খায়, তাতে তো মা লক্ষ্মী মমতা বন্দ্যোপাধ্যায়ই। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এদের অনেকের বাড়িতে হাঁড়ি চড়ত না।”

উল্লেখ্য, কিছুদিন আগেই তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, চৈতন্যদেবের প্রকৃত উত্তরসূরি মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূল বিধায়ক নির্মল মাজি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মা সারদা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করলেন কুণাল ঘোষ। আবার বিজেপি, সিপিএম, কংগ্রেসকে ‘ডাকিনী, যোগিনী, পিশাচ’ বলে কটাক্ষ করেন তিনি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন