LAC পার করে গুলি চালিয়েছে ভারত , দাবি চীনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- বর্তমানে ভারত ও চীনের মধ্যে অবস্থা স্বাভাবিক নয়। আর তারই মধ্যে বিস্ফোরক দাবি করলো স্বয়ং চীন। চীনের দাবি ভারতীয় সেনা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ( LAC ) পার করে প্যাংগং লেকের ধারে গুলি চালায়। তবে ভারতীয় সেনা ওয়ানিং শর্ট হিসাবে এই গুলি চালিয়েছে বলে দাবি করে চীন। চীনের তরফ থেকে বলা হয় এতে কোনো চীনা সৈনিক আহত হননি।

চীনা সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন , ভারতীয় সেনা বাহিনী অবৈধ ভাবে প্যাংগং এলাকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ( LAC ) পার করে। তিনি বলেন চীনের বাহিনী পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা করে। তবে চীনা বাহিনী সঠিক কি করেছে তা তিনি তার বক্তব্যে জানাননি।

ভারতের এই পদক্ষেপকে চীন উসকানি মূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে। এছাড়া ভারতের এই রকম উস্কানি মূলক কার্যকলাপ দ্রুত বন্ধ করার কথা বলেছে।

Indian army

তবে অবশ্য চীনের সরকারি সংবাদ প্রতিবেদন গ্লোবাল টাইমস একটি প্রতিবেদনে লিখেছে , ভারত ও চীন দুই দেশই পরমাণু শক্তিধর দেশ , কিন্তু যদি দুই দেশের মধ্যে যুদ্ধ হয় তবে চীনের কাছে পরাস্ত হওয়া ছাড়া ভারতের কোনো রাস্তা নেই।

এই দিকে শুক্রবার রাশিয়ায় সাংহাই কোপারেশন অর্গানাইজেশন এর  বৈঠকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেংহে এক বৈঠকে বসেন। সেই বৈঠকে প্যাংগং লেক নিয়ে চীনের দখলদারির তীব্র প্রতিবাদ জানান রাজনাথ সিং।

এতদিন চীন লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ( LAC ) পার করে ভারতের ভিতরে প্রবেশ করতো কিন্তু এখন উল্টো শুরে গান গাইছেন চীনা সেনা ও সরকার। ভারতীয় সেনার করা মনোভাব চীনকে পিছনে সরতে বাধ্য করছে। এই প্রথম চীন স্বীকার করলো যে ভারতীয় সেনা চীনের এলাকায় প্রবেশ করেছে।

Highlights :- 

1. ভারতীয় সেনা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ( LAC ) পার করে .

2. ভারতের এই পদক্ষেপকে চীন উসকানি মূলক পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে।

3. ভারতীয় সেনার তরফ থেকে গুলি চালানো হয় বলে দাবি করে চীন।

#banglanews #globalnews #india #china #banglanewsdunia

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন