উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরেন্স বিষ্ণোই ও তার গ্যাংকে সন্ত্রাসবাদী সংগঠন (Lawrence Bishnoi) বলে তালিকাভুক্ত করল কানাডা। সোমবার সন্ধ্যায় কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গ্যারি আনন্দসাঙ্গারী বলেন, ‘কানাডার ফৌজদারি আইনের অধীনে লরেন্স বিষ্ণোই এবং তার দলকে ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে ঘোষণা করেছে কানাডা।’ এর অর্থ হল, এই গ্যাংয়ের নগদ অর্থ থেকে শুরু করে যানবাহন এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি পর্যন্ত বাজেয়াপ্ত করা যেতে পারে। এছাড়াও এই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে যেকোনও অপরাধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কানাডা প্রশাসনের হাত আরও শক্ত হল। অভিবাসন কর্মকর্তারাও সন্দেহভাজন গ্যাং সদস্যদের কানাডায় প্রবেশে বাধা দিতে পারেন। সরকারের তরফে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কানাডায় হিংসা এবং সন্ত্রাসের কোনও স্থান নেই।’
জাস্টিন ট্রুডোর প্রধানমন্ত্রীত্বের শেষ দিনগুলোতে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে নেমে আসে। ট্রুডো ক্ষমতা থেকে সরে যাওয়ার পর প্রধানমন্ত্রী হন মার্ক কার্নি। নতুন প্রধানমন্ত্রীর অধীনে দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা শুরু হয়েছে। কানাডা সরকারের এই পদক্ষেপ সেই লক্ষ্যে একটি সদর্থক উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
এর আগে কানাডিয়ান সরকার প্রায়শই বিষ্ণোই গ্যাংকে সে দেশের সবচেয়ে জঘন্য অপরাধ সিন্ডিকেটগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছে এবং অস্ত্র ও মাদক পাচারের সঙ্গেও এরা যুক্ত বলে সরকার জানিয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে ২০২২ সালের মে মাসে পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালার হত্যাকাণ্ড ঘটানোর পাশাপাশি ২০২৩ সালের ডিসেম্বরে রাজপুত নেতা সুখদেব গোগামেদির হত্যা এবং ২০২৪ সালের অক্টোবরে মহারাষ্ট্রের রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে হত্যার অভিযোগ রয়েছে। এমনকি ১৯৯৯ সালে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগকে কেন্দ্র করে ২০২৫ সালের এপ্রিলে বলিউড তারকা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর অভিযোগও রয়েছে।